জুমবাংলা ডেস্ক : দেশের প্রতিটি জেলায় নদী দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। গতকাল চিঠিটি পাঠানো হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ৭ ফেব্রুয়ারি নদী নিয়ে প্রকাশিত ‘সেভ রিভার সেভ সোনার বাংলা’ শীর্ষক সচিত্র প্রতিবেদনটি দুদকের দৃষ্টিগোচর হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের নদীকেন্দ্রিক সভ্যতা আজ সত্যিই হুমকির মুখোমুখি। প্রাকৃতিক, আন্তর্জাতিক ও কতিপয় সর্বগ্রাসী নদী দখলদারের কারণেই দেশের নদ-নদীগুলো আজ বিপন্ন হয়ে পড়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, দেশের ৬৪টি জেলার ১৩৯টি নদ-নদী ব্যাপকভাবে দখল করা হয়েছে। কেবল ঢাকার বাইরে ৪৯ হাজার ১৬২ জন নদী দখলদারকে চিহ্নিত করা হয়েছে।