বিনোদন ডেস্ক : চলতি ফেব্রুয়ারির মাসের গত ১০ দিন ভারতের ইতিহাসে কালো দিন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। ঠিক যেমনটি ছিল বেস্ট সেলার বইয়ে থাকা রাশিয়ার রাজনৈতিক বিপ্লবের ‘দুনিয়া কাঁপানো ১০ দিন’ বলে মন্তব্য করেছেন বলিউডের সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়।
ভারতীয় সংবাদমাধ্যম এ সময়ের এক প্রতিবেদনে বলা হয়, একের পর এক সংগীত নক্ষত্রের পতন। লতাজি ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিময় কথা স্মরণ করলেন বাবুল সুপ্রিয়।
তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি ভারত হারাল নাইটেঙ্গেল কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরকে। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে উঠেছিল কোটি কোটি অনুরাগী। সেই না ফেরার দেশে চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার মধ্যেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে।
‘মঙ্গলবার রাতেই চলে গেলেন গীতশ্রী শিল্পী। আর তার কণ্ঠের জাদুতে রোমান্টিকতার মজে থাকা আপামর বাঙালি সেই ধাক্কা সামলে ওঠার আগেই মঙ্গলবার গভীর রাতে মুম্বাইতে মৃত্যু হয়েছে খ্যাতিমান শিল্পী বাপ্পি লাহিড়ীর।’
এই সময়ের প্রতিবেদন থেকে আরও জানা যায়, আকস্মিক মৃত্যু ‘ডিস্কো ড্যান্সার’ আর ‘অমর সঙ্গী’কে ছিনিয়ে বাঙালিকে করে গেল সম্পূর্ণ রিক্ত।
এই তিন শিল্পীকে নিয়ে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ও আবেগের কথা বলেন বাবুল সুপ্রিয়, লতাজি ও সন্ধ্যাদির সঙ্গে কথা বললে একটি অদ্ভুত প্রশান্তি আসত মনের মধ্যে। তারা দুজনেই তার মাতৃস্থানীয়। তাদের দুজনের কাছেই তিনি মাতৃস্নেহ পেয়েছেন বরাবর।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী গানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবুল বলেন, সোনালি অক্ষরে আপামর সংগীতপ্রেমীর হৃদয়ে লেখা থাকবে আজীবন। সন্ধ্যাদির সঙ্গে তার দুই-তিনবার কথা হয়েছিল। তবু যার গান শুনে ছোট থেকে বড় হওয়া সে যে বড়ই আপনজন।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বাপ্পিদা প্রথম বলিউড তথা এই দেশে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক নিয়ে এসেছিলেন। পাশাপাশি তার সুরে তৈরি হিন্দি গানে সুর দেওয়া আজ অবধি সর্বাধিক। বাংলাদেশি শিল্পী রুনা লায়লাকে দিয়ে সুপারনোভা অ্যালবামও ডিস্কো ড্যান্সারের সেই গান অনবদ্য।
তিনি আরও বলেন, আরডি বর্মণ ও বাপ্পিদার গায়কভঙ্গি সম্পূর্ণ ইউনিক।
স্মৃতির সাগরে ব্যথিত হৃদয়ে ভারাক্রান্ত হয়ে একটিই গানের কলি গুন গুন করলেন বাবুল, কভি আলবিদা না কহেনা, কভি আলবিদা না কহেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।