Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর গাউছিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা গলি, হাতিরপুলসহ আশপাশের কয়েকটি এলাকায় পাইপলাইন মেরামত কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস। আজ রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, বসুন্ধরা গলি ও নিউ মার্কেট এলাকায় ৩ ইঞ্চি ব্যাসের পাইপলাইন থেকে ২ ইঞ্চি ব্যাস এবং ১ ইঞ্চি ব্যাসের পাইপলাইন নির্মাণ কাজের জন্য রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুলসহ আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



