আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ের নিখোঁজ রাজকন্যা শামসাকে নিয়ে তথ্য চেয়েছেন জর্ডানের রানি নুর। সে কোথায় আছে, কেমন আছে—তা জানতে চেয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের আরেক মেয়ে লতিফা নিজেকে বাবার হাতে বন্দি দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল কমিশন অন মিসিং পারসনের বোর্ডের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রানি নুর। রোববার টুইটারে তিনি বলেন, আমার বোন শামসা কোথায়?
এর আগে নিজেকে বাবার হাতে ‘বন্দি’ দাবি করে মুক্তি চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী লতিফা। তার বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম।
বাথরুমে মোবাইল ফোনে ধারণ করা এমন একটি গোপন ভিডিও প্রচার করেছে বিবিসি।
এতে ৩৫ বছর বয়সী রাজকন্যাকে বলতে দেখা গেছে, আমি একজন জিম্মি, আমি মুক্ত না। এই কারাগারের (বাথরুম) মধ্যে আমি বন্দি। আমার জীবন আমার হাতে না।
তিনি একটি বদ্ধ বাথরুমের ভেতরে দেয়ালের সঙ্গে বসে কথা বলেন। বিবিসি বলছে, এই গোপন বার্তাটি রাজকুমারী তার বন্ধুদের কাছে পাঠিয়েছেন।