রিয়েলমি তাদের 10 Pro 5G Coca-Cola Limited Edition স্মার্টফোনটি অবশেষে ভারতের মার্কেটে উন্মোচন করে। এই স্মার্টফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে অনন্য সুন্দর ডিজাইন। মোবাইলের পেছনে কালো ও লাল রঙের পেইন্টিং দেখতে পারবেন।
রিয়েলমি এর নতুন ডিভাইসে LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 2400×1080 পিক্সেল। স্মার্টফোনটিতে 6.72 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। realme এর ৪.০ ইউজার ইন্টারফেস সিস্টেম নতুন ফোনে ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি এর হ্যান্ডসেটটিতে MediaTek Dimensity 1080 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টোবর প্রসেসর। পাশাপাশি এখানে Mali-G68 MC40 গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ১ টেরাবাইট স্টোরেজ ব্যবহার করার সুযোগ থাকবে।
রিয়েলমি 10 Pro 5G Coca-Cola Limited Edition হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেল। ক্যামেরাটির অ্যাপাচার হচ্ছে ১.৬৭। পাশাপাশি স্মার্টফোনের সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। এটির অ্যাপাচার হচ্ছে ২.৪৫।
পাশাপাশি মোবাইলের পেছনে 2MP portrait camera ইনস্টল করা হয়েছে। লিথিয়াম আয়নের 5000 মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। এটির সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি এর নতুন স্মার্টফোনটির দাম হবে ভারতীয় মুদ্রায় ২১ হাজার রুপি ও বাংলাদেশের মুদ্রায় এটির দাম হবে ২৭ হাজার টাকা। রিয়েলমি 10 Pro 5G Coca-Cola Limited Edition হ্যান্ডসেটের একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এখানে ১২০ হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি 5G ও 3.5mm audio jack ব্যবহারের অপশন দেওয়া হয়েছে। যারা Exclusive ডিজাইনের ফোন পছন্দ করেন তাদের জন্য এটি বেশ উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।