বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান আইকিউওও নতুন সিরিজের ফোন এনেছে।। সম্প্রতি প্রতিষ্ঠানটি আইকিউওও ১৩ সিরিজের হ্যান্ডসেট এনেছে। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন।
ডিভাইসটির বেস ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে।
চীনে আইকিউওও ১৩ মডেলে রয়েছে ৬.৮২ ইঞ্চির টুকে ওএলইডি ডিসপ্লে। ফলে এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। সেই সঙ্গে রয়েছে এইচডিআর সাপোর্টও। এতে আছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। যা ব্যাপ আপ করছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি-র ইউএফএস ৪.০ স্টোরেজ। এর পাশাপাশি, এই ফোনে রয়েছে একটি কিউ২ গেমিং চিপসেট। এই ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে।
আইকিউওও ১৩ মডেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর পাশাপাশি রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ওআইএস-সহ একটি ৫০ মেগা-পিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটারও। রিয়ার ক্যামেরা মডিউলটি একটি কাস্টমাইজেবল এনার্জি হালো এলইডি পরিপূরক হয়ে উঠেছে। যা ৬টি ডায়নামিক এফেক্ট এবং ১২টি কালার কম্বিনেশন সাপোর্ট করে। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
এখানেই শেষ নয়, এই ডিভাইসে রয়েছে একটি ৬১৫০ এমএইচ ব্যাটারি। যা ১২০ ওয়াট ফাস্ট ওয়ায়্যার্ড চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এই স্মার্টফোনে রয়েছে একটি ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এই ফ্ল্যাগশিপ ডিভাইস আইপি ৬৮ এবং ৬৯ রেটেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।