Advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফোন কিনতে মন চাইছে? এমন ফোন চাইছেন যার ক্যামেরা কোয়ালিটি ভীষণ ভালো? কারণ, এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় সকলের কাছে ইউটিউব চ্যানেল রয়েছে, এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ ছবি ভিডিও আপলোড করে আনন্দ ভাগ করে নেন। তাই এই মুহূর্তে সেরা উপহার হতে পারে উন্নত ক্যামেরা ও অন্যান্য ফিচার সহযোগে একটি ভালো স্মার্টফোন।
Xiaomi এনেছে একটি দুর্দান্ত স্মার্ট ফোন, যার ফিচার দেখলে আপনি এক্ষুনি ছুটবেন ফোন কিনতে। চলুন দেখে নিই Xiaomi কোন নতুনত্ব এনেছে স্মার্ট ফোনের মধ্যে।
নতুন ফোনটির নাম – Xiaomi 12S Ultra। এই স্মার্টফোনে রয়েছে ‘দানবীয়’ ক্যামেরা সেন্সর। ৬.৭৩ ইঞ্চির ওলেড ডিসপ্লে আছে ডিভাইসটিতে; স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট আছে এতে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel