বিনোদন ডেস্ক : ভুঁইফোঁড় অর্থলগ্নীকারী সংস্থা (চিটফান্ড) ‘রোজভ্যালি’ সংস্থার অন্যতম কর্ণধার ও বাঙালি অভিনেত্রী শুভ্রা কুন্ডুকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ‘রোজভ্যালি’ সংস্থার ১৭ হাজার কোটি রুপির আর্থিক তছরূপের ঘটনায় জড়িত থাকার অভিযোগেই মূলত শুভ্রাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দক্ষিণ কলকাতার বাসভবন থেকে শুভ্রাকে গ্রেফতার করে গোয়েন্দারা। এরপরই সল্টলেকের সিবিআইয়ের আঞ্চলিক দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় শুভ্রাকে। তাকে জেরা করে রোজভ্যালির আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যের হদিশ পেতে পারে বলে মনে করা হচ্ছে।