জুমবাংলা ডেস্ক : দুর্নীতির দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ডিজাইন শাখার কার্য তদারককারী মান-২ এর কর্মকর্তা (সাময়িক বহিষ্কৃত) জাজাউল হক মুন্সী জুন্নুকে (৪৭) ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় এ রায় ঘোষণা করেন। জুন্নু গোপালগঞ্জের বৌলতলীর কলপুর গ্রামের মৃত জুলফিকার আলী মুন্সীর ছেলে।
দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রুহুল ইসলাম খান। আর আসামির পক্ষে ছিলেন মো. শাহাবুদ্দিন শেখ।
জানা গেছে, কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাস কারাভোগ করতে হবে। রায়ে আসামির অবৈধভাবে অর্জিত ১৪ লাখ ৭০ হাজার ৫১৪ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
জাজাউল হক মুন্সী জুন্নু মামলাটিতে জামিনে ছিলেন। এদিন তিনি আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেন। আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।