দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইনে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জনতার ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। সাম্প্রতিক ভয়াবহ বৃষ্টিপাতে লাখ লাখ মানুষ প্লাবিত রাস্তায় আটকা পড়েছেন, গাড়ি ভেসে গেছে, শহরগুলো নদীতে পরিণত হয়েছে।
তবে শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে সরকারের দুর্নীতির অভিযোগ এবার মানুষের ধৈর্য্যের শেষ সীমা ছাড়িয়েছে।
৩৬ বছর বয়সী স্কুলশিক্ষিকা ক্রিসা টোলেন্তিনো বলেন, ‘আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। কঠোর পরিশ্রম করি, কর দিয়ে টাকা দেই, কিন্তু তা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের হাতে যাচ্ছে।’ সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগ উগরে দিচ্ছে যে, প্রভাবশালী রাজনীতিবিদ ও ঠিকাদাররা ভুয়া প্রকল্প বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র স্বীকার করেছেন, বরাদ্দকৃত সরকারি অর্থের ৭০ শতাংশ দুর্নীতিতে লোপাট হয়েছে। ইতিমধ্যে হাউস স্পিকার পদত্যাগ করেছেন এবং সিনেট প্রধানকে অপসারণ করা হয়েছে। জনরোষ আরও বেড়েছে রাজনৈতিক পরিবার ও ঠিকাদারদের বিলাসবহুল জীবন দেখে, যাদের ‘নেপো বেবিস’ নামে কটাক্ষ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।