জুমবাংলা ডেস্ক: গ্রীষ্মের দুর্বিষহ গরম থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। এটি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে আবহওয়া অধিদপ্তর জানিয়েছে। খবর ইউএনবি’র।
Advertisement
আবহওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, দেশব্যাপী দাবদাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে।
তবে তিনি বলেন, রবি বা সোমবারে হালকা বৃষ্টি হতে পারে।
আবদুর রহমান আরও জানান, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দুর্বিষহ এ গরমে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা। সাধারণ মানুষ খুব একটা দরকার না থাকলে দুপুরের দিকে ঘর থেকে বের হচ্ছেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



