জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্যদ্রব্য বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপাার মারুফ হাসান সরদারের উপস্থিতিতে কেরানীগঞ্জের জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে এ উপহার বিতরণ করা হয়।
করোনাকালীন সময়ে জেলা পুলিশের উদ্যোগে প্রায় তিন শতাধিক দুস্থ, অসহায়, গরিবদের মাঝে ঈদ উপহার হিসাবে পোলাওর চাল, চিনি, লবণ, তেল, সেমাই, ইত্যাদি বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান বলেন, করোনা মহামারির এই সময়ে যারা এখনো টিকা নেননি তারা দ্রুত টিকা নিয়ে নেবেন। মাস্ক পরিধান করুন। প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে ঘরেই থাকুন। করোনাকে ভয় না পেয়ে জয় করতে হবে। আপনারা জানেন, অতীতেও আমরা যক্ষ্মা, ডায়রিয়া ও পোলিওর মতো মহামারি জয় করেছি। সরকার যে উদ্যোগ নিয়েছে এটাও এক সময় থাকবে না। সবাই টিকা নেওয়া নিশ্চিত হলে আমরা আবারো করোনামুক্ত বিশ্ব ফিরে পাবো, ইনশাআল্লাহ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া পিপিএম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ কেরানীগঞ্জ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।