জুমবাংলা ডেস্ক : আর মাত্র দিন তিনেক বাদেই শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা ২০২০। আর তাই সকাল-সন্ধ্যা বিরামহীন চলছে স্টল আর প্যাভিলিয়ন তৈরির কাজ। তবে মেয়র নির্বাচনের কারণে অতীত ঐতিহ্য ভেঙে এবার ১ ফেব্রুয়ারির বদলে ২ ফেব্রুয়ারি থেকে ঘটবে লেখক, পাঠক আর প্রকাশকদের মিলনমেলা।
কাজের ব্যস্ততায় নেই বিরাম কেননা দুয়ারে যে কড়া নাড়ছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমির চত্বর কিংবা সোহরাওয়ার্দী উদ্যান সবখানেই এখন কাঠ-করাত, পেরেক- হাতুড়ির ছন্দ-রব। কোথাও বা আবার চলছে রঙের কাজ আর আলোর সংযোজন।
এভাবেই শ্রমিকের পরিশ্রমে একটু একটু করে একেকটি স্টল আর প্যাভেলিয়ন সেজে ওঠার অপেক্ষায় নান্দনিকভাবে। সময় যদিও কম তবু আয়োজকদের কণ্ঠে আছে নির্ধারিত সময়ের মাঝেই শেষ করার প্রত্যাশা। মুজিব বর্ষকে সামনে রেখে এবারে মেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতাকে।
প্রতি বছর ১ ফ্রেরুয়ারি বইয়ের ঘ্রাণে মেলায় মিলিত হন লেখক-পাঠক-প্রকাশকরা। তবে মেয়র নির্বাচনে তা ১ দিন পিছিয়ে শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি।
স্টল বা প্যাভেলিয়ন বরাদ্দের ক্ষেত্রে যেন কেউ লোকসানের ভাগিদার না হন সে দিকে নজর দেওয়ার আহ্বান প্রকাশকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।