নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এএসএম আলী কবীর বলেছেন, যে সকল শিল্প প্রতিষ্ঠান তাদের কল-কারখানার দূষিত পানি নদীতে ফেলবে তাদের পানির পাইপে জিও ব্যাগ দিয়ে বন্ধ করে দিতে হবে। যাতে তাদের ফেলানো পানি তাদের কারখানাতেই ফিরে যায়। নদী দূষণ ও নদী দখল উভয়ই সমান অপরাধ।
তিনি মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুরে নদী সমীক্ষাবিষয়ক জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এএসএম আলী কবীর আরো বলেন, নদীর পানিকে সুপেয় পানির আধার হিসেবে গড়ে তুলতে হবে। নদী দূষণ রোধ করতে ক্যাম্পেইন করতে হবে। চালাতে হবে ব্যাপক প্রচার-প্রচারণা। নদী তীরবর্তী লোকসহ সকলকে নদী দূষণ সম্পর্কে অবগত করতে হবে।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, নিজেদের নদী, নিজেদের পানিকে নষ্ট করা এটি একটি আত্মহত্যার শামিল। গাজীপুরের বন-নদী নষ্ট হয়ে যাওয়া রাজধানী ঢাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।