প্রবল বৃষ্টির পর দেওয়াল ধসে ভারতের লখনউয়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টির পর ভারতের লখনউতে দেওয়াল ধসে নয় জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দুইজন। জলমগ্ন রয়েছে শহরের বহু রাস্তা। খবর পিটিআই ও এনডিটিভি’র।

গত ২৪ ঘণ্টা ধরে সমানে বৃষ্টি পড়ছে ভারতের লখনউতে। পুলিশের জয়েন্ট কমিশনার পীযূষ মোরদিয়া বলেছেন, সেনা এনক্লেভের পাশে দিলখুশা এলাকায় কিছু শ্রমিক অস্থায়ী ঝুপড়িতে থাকছিলেন। সারারাত ধরে বৃষ্টির ফলে সেনা এনক্লেভের বাউন্ডারি ওয়াল ধসে যায়। সেটা গিয়ে পড়ে ঝুপড়ির উপরে।

তিনি জানিয়েছেন, ‘আমরা রাত তিনটের সময় ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে নয়টি দেহ উদ্ধার করি। একজনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়।’

সরকারের তরফে ভোর চারটের সময় জানানো হয়, লখনউয়ের সব স্কুল বন্ধ থাকবে। বিভিন্ন জায়গায় সতর্কতাও জারি করা হয়েছে। লখনউয়ে গত একমাসে যে বৃষ্টি হয়েছে. সেই পরিমাণ বৃষ্টি একদিনে হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৫৫ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছিল, ৩১ অগাস্ট পর্যন্ত সারা দেশে তিন দশমিক চার শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সিএনএন জানাচ্ছে, সয়াবিন ও তুলো যেখানে চাষ হয়, সেখানে বেশি বৃষ্টি হয়েছে। আর উত্তরপূর্বে যেখানে ধান চাষ হয়, সেখানে তুলনায় কিছুটা কম বৃষ্টি হয়েছে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ছয় শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। জুন মাসে আট শতাংশ বৃষ্টি কম হয়েছিল। কিন্তু জুলাইতে প্রায় ১৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়।