আন্তর্জাতিক ডেস্ক: সন্তানের সাফল্যে সব মায়েরাই গর্ব বোধ করে থাকেন। কিন্তু সন্তান যখন মায়ের মতোই কীর্তি গড়েন, তখন যে কোনও মায়ের হৃদয়েই এক অনাবিল আনন্দ সঞ্চারিত হয়। ঠিক তেমন অনুভূতিই ধরা পড়েছে মেজর স্মিতা চতুর্বেদীর মনে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
২৭ বছর আগে ভারতের সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করেছিলেন স্মিতা। তার পর সেনায় কাজ করেছেন তিনি। ২৭ বছর পর একই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করলেন স্মিতার পুত্র। ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই অভিভূত স্মিতা।
ভারতের চেন্নাইয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের টুইটার অ্যাকাউন্ট থেকে স্মিতা ও তাঁর পুত্রের এই কাহিনী তুলে ধরা হয়েছে। টুইটে ছোট্ট ভিডিয়োতে স্মিতার বক্তব্যও তুলে ধরা হয়েছে। ছেলের এই কৃতিত্বে তিনি যে উচ্ছ্বসিত, সে কথাই বলেছেন স্মিতা। তাঁর চোখে-মুখে আনন্দের বন্যা। মা-ছেলের এই মুহূর্ত নিয়ে আপ্লুত নেটাগরিকরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।