Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দেড় হাজার বঞ্চিত কর্মকর্তা ফিরে পাচ্ছেন সম্মান
    জাতীয়

    দেড় হাজার বঞ্চিত কর্মকর্তা ফিরে পাচ্ছেন সম্মান

    Soumo SakibDecember 8, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক ‘তকমা’ পাওয়া প্রশাসনের অন্তত দেড় হাজার বঞ্চিত কর্মকর্তা তাদের প্রাপ্য সম্মান ফিরে পাচ্ছেন। বছরের পর বছর ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থেকে মনঃকষ্ট নিয়ে অবসরে গেছেন তাদের অনেকে। যোগ্যতা থাকার পরও বছরের পর বছর পদোন্নতিবঞ্চিত হয়ে প্রশাসনে ‘বনসাই’ কর্মকর্তা হিসেবে জুনিয়রদের অধীনে কাজ করেছেন তাদের অনেকে। রাজনৈতিক মতভিন্নতার কারণে ‘বিভাগীয় মামলা’ হজমও করতে হয়েছে তাদের। কালের কণ্ঠের করা প্রতিবেদন থেকে বিস্তারিত-

    অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত এই দেড় হাজার কর্মকর্তাকে সামাজিক সম্মান ফিরিয়ে দিয়ে আর্থিক সুবিধাসহ ভূতাপেক্ষ পদোন্নতি দিতে সরকার এ নিয়ে গঠন করেছে পর্যালোচনা (রিভিউ) কমিটি। ওই কমিটি চলতি সপ্তাহেই এসংক্রান্ত প্রতিবেদন জমা দেবে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন রিভিউ কমিটির একাধিক সদস্য।

    তারা জানান, ক্ষতিগ্রস্ত হয়ে অবসরে যাওয়া অন্তত এক শ জন কর্মকর্তাকে সচিব, প্রায় এক হাজার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব এবং চার শ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এসব কর্মকর্তা আর্থিক সুবিধাও পাবেন।

    ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত যেসব কর্মকর্তা পদোন্নতিসহ নানাভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হয়ে অবসরে গেছেন, তাদের ক্ষতি পুষিয়ে দিতে রিভিউ কমিটি এ সুপারিশ করবে।

    এর আগে কমিটির প্রধান সাবেক অর্থসচিব মো. জাকির আহমেদ খান বলেছিলেন, ‘আমরা সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেব। রাজনৈতিক কারণে যাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, যারা দীর্ঘদিন ওএসডি থেকে অবসরে গেছেন, বছরের পর বছর ‘গুরুত্বহীন’ পদে ফেলে রাখা হয়েছিল, ছোট অপরাধে বিভাগীয় মামলা দেওয়া হয়েছিল, তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কমিটি।’

    সেই হিসাবে আগামী ১৫ ডিসেম্বর কমিটির তিন মাস সময়সীমা পূর্ণ হচ্ছে।

    নাম প্রকাশ না করার শর্তে কমিটির একাধিক সদস্য বলেন, প্রতিবেদন চূড়ান্ত করতে রাত-দিন কাজ করছে কমিটি। প্রতিবেদন প্রায় চূড়ান্ত। চলতি সপ্তাহের যেকোনো দিন সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

    কমিটি সূত্রে জানা গেছে, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অন্তত এক শ জনকে সচিব মর্যাদা দেওয়া হবে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মতো করে তাদের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে।

    সেই ক্ষেত্রে তাদের এজেন্সি প্রতিবেদন, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), এসিআরে প্রাপ্ত নম্বর, সার্ভিস রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা, বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, প্রশাসনিক ট্রাইব্যুনালের (এটি) মামলা এবং শৃঙ্খলার মামলা আছে কি না তা যাচাই করা হয়েছে। অর্থাৎ সাধারণ একটি এসএসবিতে যা কিছু দেখা হয়, সেভাবে যাচাই-বাছাই করে তাদের পদোন্নতির সুপারিশ করা হচ্ছে। একইভাবে বাকিদের বিষয়েও যাচাই-বাছাই করা হয়েছে।

    বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে যে সুপারিশ করা হবে তার সারসংক্ষেপ যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর জারি করা হবে প্রজ্ঞাপন। বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দিতে সরকারের অতিরিক্ত অন্তত ১০০ কোটি টাকার প্রয়োজন হবে বলে অর্থ বিভাগ ধারণা দিয়েছে।

    এর আগে গত ২৪ নভেম্বর বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছিলেন, ‘বঞ্চনা নিরসনে কমিটি করা হয়েছে।

    তাদের সুপারিশের ভিত্তিতে সিনিয়র সহকারী সচিব থেকে যারা অবসরে গেছেন, তাদের কাউকে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব বা উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হবে। এসব আদেশের ভিত্তিতে দেনা-পাওনা এজি অফিস থেকে পরিশোধ করা হবে। কেউ কেউ কোটি টাকার ওপরও আর্থিক ক্ষতিপূরণ পাবেন।’

    জানা গেছে, যোগ্যতা থাকার পরও ‘রাজনৈতিক’ তকমা দিয়ে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে প্রশাসনে হাজারো কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে। এই কর্মকর্তাদের বছরের পর বছর ফেলে রাখা হয়েছে ‘গুরুত্বহীন’ পদে। মেধাবী, দক্ষ ও যোগ্য অনেক কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ফেলে রাখা হয়েছিল দীর্ঘ সময়।

    কাউকে কাউকে দেওয়া হয়েছিল বাধ্যতামূলক অবসর। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। সেই থেকে প্রশাসনে আমূল পরিবর্তন আসতে শুরু করে। শেখ হাসিনার আমলে চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে অবসরে থাকা বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের প্রশাসনে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত প্রশাসনে কর্মরত প্রায় ৭০০ কর্মকর্তাকে দেওয়া হয় পদোন্নতি। এরপর অতীতে যারা পদোন্নতিবঞ্চিত হয়েছেন এবং বছরের পর বছর ওএসডি ছিলেন, তাদের ক্ষতিপূরণের দাবি ওঠে।

    এর পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে আছেন মন্ত্রিপরিষদ, অর্থ বিভাগ, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের চার প্রতিনিধি। তিন মাসের মধ্যে কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    এতে আরো বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে যথাযথ সুপারিশ প্রণয়ন করা হবে। এর পরই মূলত বঞ্চিত কর্মকর্তাদের আবেদন জমা পড়তে শুরু করে। এরপর দুই দফা বাড়িয়ে গত ৩ অক্টোবর পর্যন্ত বঞ্চিতদের আবেদন নেওয়ার সময়মীমা বেঁধে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রায় সাড়ে চার হাজার আবেদন জমা পড়লেও কমিটির বিবেচনায় রয়েছে দেড় হাজার আবেদন।

    পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে বিক্ষোভ কর্মসূচি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় কর্মকর্তা দেড় পাচ্ছেন ফিরে বঞ্চিত সম্মান হাজার
    Related Posts
    নির্বাচন

    পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

    August 20, 2025
    Nirbachon

    ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

    August 20, 2025
    রিজওয়ানা

    আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

    August 20, 2025
    সর্বশেষ খবর
    Faissal Khan Relates to Ranbir Kapoor's Animal Role

    Why Bollywood Star Faissal Khan Cut All Family Ties

    Tonni

    ডাকসু নির্বাচন : তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা রেখেছে ছাত্রদল

    Madden 26 Superstar Mode: NFL Combine Interview Answers Guide

    Von Miller’s GOAT Quarterback Pick Stuns NFL Fans

    Palm Beach County Amber Alert

    Palm Beach Amber Alert: Latest Details in Search for Siblings

    Honor 400 Lite

    Honor 400 Lite সেরা সব ফিচারের নতুন চমক, রইল স্পেসিফিকেশন!

    San Marcos Fire Erupts Near Rancho Santa Fe

    San Marcos Fire Contained After Blaze Erupts Near Rancho Santa Fe Road

    ওয়েব সিরিজ

    সম্পর্কের জটিলতা ও সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত সাহসী ওয়েব সিরিজ

    cowboys

    Watch Cowboys ‘America’s Team’ Documentary: Release Details

    Sophie Cunningham

    Sophie Cunningham Injury Update Sparks Return Timeline Hope

    Shah Rukh Khan

    Shah Rukh Khan Mannat Security Thwarts Influencer’s Zomato Delivery Stunt in Viral Video

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.