লোকসভা ভোটে বড় ব্যবধানে তৃতীয় বারের জন্য জিতেছেন অভিনেতা-সাংসদ দেব। এদিকে মঙ্গলবার রুক্মিণীর সারা দিন কেটেছে তার আসন্ন ছবি ‘বুমেরাং’-এর প্রচারে। কিন্তু তার ফাকেই নজর রেখেছিলেন ভোটের গণনার দিকে।
ভারতীয় সংবাদ মাধ্যমকে রুক্মিণী বললেন, আমার মনে হয়, ভারতের সকল নাগরিকই এই দিনে কাজের ফাঁকে নির্বাচনের ফলাফলের দিকে চোখ রেখেছিলেন। ৪ জুন ভারতের একটা ঐতিহাসিক দিন হিসাবে রয়ে যাবে।
রুক্মিণী বললেন, নির্বাচনে হার বা জিত লেগেই থাকবে। কিন্তু যারা এই নির্বাচনে লড়েছেন, প্রচণ্ড গরমে প্রচার করেছেন, যারা ভোট দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই।
গণনার দিন সকাল থেকেই দেব ছিলেন ঘাটালে। আর রুক্মিণী কলকাতায়। তবে জয়ের খবর আসতেই দেবকে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী। অভিনেত্রী বললেন, এটা আমার দেখা সব থেকে দীর্ঘ সময় ধরে নির্বাচন। সেখানে ৩ মাস দেব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তার ফলও পেয়েছে। আমি ওর জন্য অত্যন্ত খুশি।
তবে দেবের জয় নিয়ে রুক্মিণীর বিশেষ উপলব্ধিও হয়েছে। অভিনেত্রী বললেন, দলের এক জন সদস্য হিসাবে তো ও জিতেছে, পাশাপাশি আমার মনে হচ্ছে, মানুষ হিসাবে দেব আরও বড় আকারে জনতার হৃদয় জিতে নিয়েছে।
নির্বাচনে জনগণের মধ্যে রাজনৈতিক দল নিয়ে মতপার্থক্য থাকে। কিন্তু রুক্মিণীর কথায়, কেউ কোনও দলের জয় চাইতেই পারেন, কিন্তু দেবের ক্ষেত্রে আমার মনে হয়, প্রত্যেকেই এক জন ভালো মানুষ হিসাবে ওর জয় চেয়েছিল।
এদিকে ফলাফল প্রকাশ্যে আসার পর রুক্মিণী একটি ইঙ্গিত-পূর্ণ ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, বাঘের কব্জায় একটি হরিণ। ভুলে গেলে চলবে না, ঘাটালে দেবের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ। রুক্মিণীর পোস্ট করা ছবি দেখে অনুরাগীদের একাংশ বলতে শুরু করেন, দেবকে শুভেচ্ছা জানাতেই রুক্মিণীর ওই পোস্ট। প্রসঙ্গ উঠতেই রুক্মিণী অবশ্য হেঁয়ালি জিইয়ে রাখলেন।
হেসে বললেন, কেন, খুব দ্রুত ‘বাঘা যতীন’ ছবিটা টিভিতে প্রিমিয়ার হবে। আমি ছবিটার অন্যতম প্রযোজক। সেই জন্যই ছবিটা পোস্ট করেছি।
অন্য দিকে রুক্মিণীর পর মঙ্গলবার দেবও একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, একটি বাঘ ও হরিণের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। সঙ্গে দেব লেখেন, ঠিক আছে… ভালোবাসা ঘৃণার থেকে বড়।
নির্বাচন শেষ। কিন্তু দেব শহরে ফিরলে কী ভাবে এই জয়কে উদযাপন করতে চান রুক্মিণী?
অভিনেত্রী হেসে বললেন, সত্যিই, এ বার দেবের দিক থেকে আমরা বড় পার্টির অপেক্ষায় রয়েছি। কিন্তু সেটা কবে বা কী ভাবে, তা এখনও জানি না। ও আগে কাজের ব্যস্ততা সামলে নিক। তার পর সকলে মিলে উদযাপন করা যাবে।
Walking the tightrope: Can FinMin Mahmood Ali deliver relief?
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে রুক্মিণীর নতুন ছবি। তাই অভিনেত্রীর আশা, ছবিটা যাতে সফল হয়, সে দিকেই তাকিয়ে রয়েছি। আর ‘বুমেরাং’-এর সাফল্য উদযাপনের জন্যও মুখিয়ে রয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।