দেবের নতুন সিনেমার নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন মিঠাই
বিনোদন ডেস্ক : একের পর এক বাংলা সিরিয়ালের অভিনেত্রীরা টলিউডের (Tollywood) পর্দায় পা রাখছেন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য থেকে শুরু করে ইপ্সিতা মুখার্জিরা ইতোমধ্যেই টলিউড ছবিতে নায়িকা হিসেবে প্রবেশ ঘটিয়েছেন। তবে বাংলার দর্শকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সৌমিতৃষার (Soumitrisha Kundu) জন্য। মিঠাই (Mithai) ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডুকে বড় পর্দাতে দেখার লোভ সামলাতে পারছেন না ভক্তরা।
জি বাংলার মিঠাই ধারাবাহিকের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। বাংলার ঘরে ঘরে মিঠাইয়ের সুখ্যাতি রয়েছে। অভিনেত্রী তার অভিনয় গুনে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনের মধ্যে। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি তাকে দেবের নতুন ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে। এই খবরের সত্যতা কতখানি? আসল সত্যিটা জানিয়ে মুখ খুললেন নায়িকা।
প্রথমে শোনা গিয়েছিল ‘মিঠাই’ ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডু নাকি তার অনস্ক্রিন নায়ক আদৃত রায়ের সঙ্গেই টলিউডে ডেবিউ করতে চলেছেন। ‘সিধাই’ জুটিকে বড় পর্দায় দেখা যাবে এমন গুঞ্জনের মাঝেই শোনা গেল নাকি দেবের ছবির নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা। কিছুদিন আগে মিঠাই ধারাবাহিকেই টলিউড নায়ক অঙ্কুশ হাজরা এসেছিলেন তার আসন্ন ওয়েব সিরিজের প্রচারের জন্য।
প্রচারের ফাঁকে মিঠির সঙ্গে অঙ্কুশের একটা ডান্স পারফরম্যান্স হয়েছিল। সেটা দেখে দর্শকদের মধ্যে থেকে অনেকেই বলেছিলেন অঙ্কুশের সঙ্গে সৌমিতৃষাকে দারুণ মানিয়েছে। ভবিষ্যতে তারা বড় পর্দায় জুটি বাঁধলেও মন্দ হয় না। এদিকে সৌমিতৃষাকেও ইদানিং দেবের আশেপাশেই দেখা যাচ্ছে। কিছুদিন আগেই দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি।
সত্যি সত্যিই সৌমিতৃষা দেবের ছবির নায়িকা হতে চলেছেন কিনা এই প্রসঙ্গে টলি টাইমের কাছে মুখ খুলেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, “দেখো এখন তো ‘মিঠাই’টাই চলছে। আর এটা একটা ধারাবাহিক। তাই এটা ছেড়ে অন্য কোথাও কমিটমেন্ট করতে পারব না।” অভিনেত্রী মনে করেন কাজে পুরোপুরি মন দিতে না পারলে কাজের সঙ্গে বেইমানি করা হবে।
সৌমিতৃষার মতে একসঙ্গে সিরিয়াল এবং সিনেমা করতে গেলে তিনি কোনওটাতেই মন দিতে পারবেন না। তাই আপাতত বড় পর্দায় যাওয়া নিয়ে কোনও প্ল্যানিং নেই তার। তবে নায়িকা হিসেবে এখন তার যে জনপ্রিয়তা রয়েছে তাতে ভবিষ্যতে বাংলা সিনেমার নায়িকা হিসেবে বড় পর্দায় ডেবিউ কেবল সময়ের অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।