জুমবাংলা ডেস্ক : রাজধানীর পাইকারি বাজারগুলোতে গত দুদিনে দেশি পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে এমন চিত্রেরই দেখা মিলে। বিক্রেতারা জানান, কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ শেষ হয়ে আসার কারণেই এই দাম বেড়েছে।
রোববার (২৪ নভেম্বর) অনেক বাজারে ২০০ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি হলেও মঙ্গলবার (২৬ নভেম্বর) তা বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকা কেজিতে। অর্থাৎ দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়ার এমন চিত্র দেখতে পাওয়া গেছে।
তবে শ্যামবাজারের বিক্রেতারা বেশ কিছুদিন ধরেই তাদের বাজার ‘দেশি পেয়াজ শূন্য’ বলে দাবি করে আসছেন। আর খুচরা বাজারের বেশিরভাগ দোকানে দেশি পেঁয়াজ ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও গত রোববার তা ফের ২৫০ টাকায় উঠেছিল।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা, চীনা পেঁয়াজ ১৪০ থেকে ১৬০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৮০ থেকে ১৯০ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ১৭০ থেকে ১৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।