দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

জুমবাংলা ডেস্ক : রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. ইউসুফ আলী (২৪) ও মো. মনির হোসেন (২২)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো দুটি চাকু উদ্ধার করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শনিবার গোপন তথ্যের ভিত্তিতে গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির পেছনের টেকনিক্যাল এলাকা থেকে সাভারগামী সড়কে বিশেষ অভিযান চালায় দারুস সালাম থানার ছিনতাই প্রতিরোধ টিম। ওই অভিযানে ধারালো দুটি চাকুসহ ইউসুফ ও মনিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ ও মনিরকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা দু’জনেই পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা গাবতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় দস্যুতার প্রস্তুতির মামলা করা হয়েছে।

ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টায় পুলিশ