দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ ১ জুন
জুমবাংলা ডেস্ক : ঈদুল আজহার ছুটির আগেই ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশের তোড়জোড় চলছে। সংশ্লিষ্টরা বলছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হবে এবার।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, বাজেট পেশের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৮ মে) অর্থ বিভাগ প্রাসঙ্গিক দাফতরিক নথির অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
গাজী তাওহিদুল ইসলাম আরও বলেন, নথিতে বাজেটের দিনের দায়িত্বগুলোও সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে প্রত্যেকে তাদের নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে করতে পারেন।
সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে প্রায় ৭ দশমিক ৫ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট।
এ ছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদ ১১ মে ২ দশমিক ৭৪ লাখ কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে সূত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।