জুমবাংলা ডেস্ক: দেশের বাজার আজ রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী এক ভরি ভালো মানের স্বর্ণ দাম পড়বে প্রায় লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রবিবার থেকে ২২ ক্যারেটের স্বর্ণ ভরিতে দুই হাজার ৭২৮ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকায় বিক্রি হবে। এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ১২৩ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকায় বিক্রি হবে।
গত কয়েক মাস ধরেই অস্থিতিশীল রয়েছে স্বর্ণের বাজার। সবশেষ গত ২৪ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে দুই দফায় স্বর্ণের দাম কিছুটা কমানো হলেও ১৮ মার্চ এক লাফে স্বর্ণের দাম ভরিতে সাত হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা করা হয়।। দেশের বাজারে এতদিন এটাই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।