২০১৬ সালে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল ওয়ার্ল্ড ডিজনির অ্যানিমেটেড মুভি ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত এ ছবি বিশ্বব্যাপী দর্শকের মনে জায়গা করে নেয়।
ছবির গল্পটি, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয়, ‘তে ফিতির’ নামের একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য। পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে মোয়ানা। বক্স অফিসে ছবিটি আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য মুখিয়ে ওঠেন দর্শকেরা। অপেক্ষাটা বেশ দীর্ঘ হলেও এবার সেই পালার অবসান হতে চলেছে। অর্থাৎ, পর্দায় আসছে ‘মোয়ানা টু’।
মোয়ানার দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। ছবিটি শুরুতে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।
‘মোয়ানা টু’-তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। গত ২৯ মে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। এবং গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ছবিটি।
ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ কতখানি তা বোঝা যায় অগ্রিম টিকেটের চাহিদা দেখে। অনলাইন টিকিট বিক্রেতা ফ্যান্ডাঙ্গোর তথ্যমতে, ‘মোয়ানা টু’ অগ্রিম টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। এটি শুধু বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া অ্যানিমেটেড সিনেমা নয় বরং এটি ২০২৪ সালের চতুর্থ সেরা প্রি-সেল শো হতে যাচ্ছে।
এদিকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আজ শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা টু’। জানা গেছে, স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ছবিটি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.