নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে এলপিজি ব্যাবসায়ীদের সংগঠন “বাংলাদেশ এলপিজি অটোগ্যাস ষ্টেশন এন্ড কনভারসন ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশন” উত্তর জোনের সভাপতি জামিল ওয়াহেদ মুহিদ। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক বার্তায় তিনি অভিনন্দন জানান।
রাষ্ট্রপতির সঙ্গে শিক্ষক প্রতিনিধিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একঝাক তরুন নেতৃবৃন্দ ও তিন বাহিনী প্রধানের বৈঠকে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে দেশের এই ব্যাবসায়ীক সংগঠনটি।
একই সাথে ড. ইউনূসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
নোবেল বিজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের সকল তরুন নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান সংগঠনটির জোনাল সভাপতি জামিল ওয়াহেদ মুহিদ।
বিবৃতিতে তিনি বলেন, জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকার। ড. ইউনূস ক্ষুধা ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারনা প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য রোল মডেল। বিশ্ববাসীর কল্যাণে ড. ইউনূসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষনীয় সাফল্য পেয়েছে।
জামিল ওয়াহেদ বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মোহাম্মদ ইউনূসের বিকল্প হয় না। ড.ইউনূসের নেতৃত্বকে সহায়তা দিতে বাংলাদেশের সকল ব্যাবসায়ীক সংগঠনগুলো প্রস্তুত।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন । তার নেতৃত্বেই ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।
জামিল ওয়াহেদ আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনাখুনি, চুরি, ডাকাতির খবর আসছে। দেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে। সদ্য স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতি এরকম আতংক ও নৈরাজ্য কোন ভাবেই চায় না।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।