জুমবাংলা ডেস্ক : দেশের বাজারে বেড়েই চলেছে ভোজ্য তেলের দাম। সয়াবিন ও পামওয়েলের মূল্য বৃদ্ধিতে প্রতি মাসেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গেল মাসের শুরুতে সয়াবিন তেল বিক্রি হয়েছে ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৫শ’ টাকা মণ। এরপর প্রতি সপ্তাহেই বাড়তে থাকে পণ্যটির দাম। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিমণ সয়াবিন বিক্রি হয়েছে ৩ হাজার ৬৮০ থেকে ৩ হাজার ৭শ’ টাকায়।
অন্যদিকে সরবরাহ কম থাকায় বাড়ছে পাম অয়েলের দামও। চট্টগ্রামে এস আলম গ্রুপের মিলগেটে প্রতি মণ সরাসরি উত্তোলনযোগ্য পাম অয়েল ৩ হাজার ৩৫০ টাকা, সিটি গ্রুপের পাম অয়েলের ডিও ৩ হাজার ২৬০ টাকা, টিকে গ্রুপের পাম অয়েলের ডিও ৩ হাজার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে টিসিবির তথ্য বলছে, খুচরা বাজারেও বাড়ছে পরিশোধিত সয়াবিন তেলের দাম। এক মাস আগেও এক লিটার সয়াবিন তেল ৮৮ থেকে ৯৩ টাকায় বিক্রি হলেও, এক মাসের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৯৫ থেকে ৯৮ টাকা। খুচরায় পামওয়েলের দর ৮৪ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৮৮ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



