অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে টেক্স জিডিপি রেশিও ৭.২৫ শতাংশ হলেও ব্রাজিলে এ হার ২৬ শতাংশ। এর কারণ দেশের মানুষ টেক্স দিলেও সেবা পায় না।
সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে অর্থায়নের অভাব থাকলেও টেক্সের ওপর নির্ভর করলে চলবে না৷ ব্যাংকের উপর নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরতা বাড়াতে হবে।
তিনি বলেন, সবাই টেক্স কমাতে বলেন। এমন করা হলে সামনের দিনে বেতন-ভাতা দেয়াও কঠিন হয়ে পড়বে।
একই প্রগ্রামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বিশ্বের তুলনায় স্টক মার্কেটে আমাদের অবস্থা লন খুবই দুর্বল। বিনিয়োগের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে দাবিত হতে হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের মনোভাবের দিকে যেতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাহিরে টাকা চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।