জুমবাংলা ডেস্ক: রাজধানীসহ সারা দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর।
মঙ্গলবার (৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহ বাড়ছে জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার দেশের তিন জেলা–রাজশাহী চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে আরও নতুন দুটি জেলা খুলনা ও নেত্রকোনায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে।
বর্তমানে রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজশাহীতে ৪০.৩, নেত্রকোনা ও কুষ্টিয়ায় ৪০.৫, খুলনায় ৪০, পাবনার ঈশ্বরদীতে ৩৯.৮ এবং রাজধানী ঢাকায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টির খবর দিতে পারেনি আবহাওয়া অফিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।