জুমবাংলা ডেস্ক: দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিমেল হাওয়া ও কনেকনে ঠান্ডায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনদূর্ভোগে নিম্ন আয়ের মানুষ। মৃদু শৈত্য প্রবাহ শুরু হওয়ায় সব চেয়ে চরম বিপাকে পড়েছে কমলমতি শিশুরা।
রবিবার (০৮ জানয়ারি) সকাল ৯ টায় ফুলবাড়ীসহ এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর বলছে এই অবস্থা আরো দুই থেকে তিনদিন বিরাজ করবে।
এদিকে শীতের তীব্রতার ফলে বিপাকে পরেছে শ্রমজীবী মানুষ। গরম কাপড়ের অভাবে শীতে ভুগছে দরিদ্র ও ছিন্নমুল মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
গোরকমন্ডল এলাকার জেলে তপন চন্দ্র বিশ্বাস জানান, আজ প্রচন্ড ঠান্ডা বাহে। তার পরেও জীবিকার তাগিদে ঘর থেকে বাহির হয়েছি। যতই ঠান্ডা হোক না কেন আমাদের বাহির হতে হয়। বাহির না হলে যে সংসার চলবে না।
কুরুষাফেরুষা এলাকার সুচিত্রা রানী রায় জানান, প্রচন্ড ঠান্ডার কারণে তার ২৬ মাস বয়সী মেয়ের চারদিন ধরে ডাইরিয়ায় ভুকছেন। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। তিনি জানান তার এলাকায় অধিকাংশ বাড়ীতে শিশুরা ডাইরিয়ায়সহ শীত জনিত রোগে ভুকছেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শাহিনুর রহমান শিপন জানান, হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যা অনেক বেড়েই চলছে। বিশেষ করে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ অনেক বেশি। তারপরও গুরুত্বসহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, রবিবার সকাল ৯ টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস বিরাজ করায় এ জেলা মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তিনি আরও জানান, এ মৃদু শৈত্যপ্রবাহ রংপুর অঞ্চলে আরও বেশ কিছু দিন থাকবে জানান এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।