in

দেশের যে এলাকায় একদিনে ক’রোনা শনাক্তের রেকর্ড

জুমবাংলা ডেস্ক: ক’রোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় একদিনে ১০২ জনের ক’রোনা শনাক্ত হয়েছে। যা কিনা ভোলায় শনাক্তের রেকর্ড। এদিন জেলাটিতে ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে ক’রোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৭ জন। রোববার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত এক বছরে এটিই জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে ১৬ জুলাই একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৭১ জন। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার ৫৮ দশমিক ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ১৯ জন, লালমোহনে একজন, চরফ্যাশনে একজন, তজুমদ্দিনে একজন এবং মনপুরায় ১১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। ভোলায় ক’রোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০৭ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭৩০ জন।

হাসপাতালে নতুন করে ক’রোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৭ জন। গত ১৪ মাসে জেলায় মারা গেছে ৩০ জন। যাদের মধ্যে গত ৭ মাসেই ২৪ জনের মৃত্যু হয়।

অনলাইনে খুব সহজে টাকা ইনকাম করার উপায়