জুমবাংলা ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে ৪ দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিনের পাশাপাশি আগামী ২৮, ২৯ ও ৩০ জুন বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে, গত ১৯ জুন বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।