Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home দেশের সব টিভির সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে, আগ্রহী আরও ৩ দেশ
জাতীয়

দেশের সব টিভির সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে, আগ্রহী আরও ৩ দেশ

mohammadSeptember 30, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সব টিভি চ্যানেল আনুষ্ঠানিকভাবে আগামী ২ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে আসবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক চুক্তি সইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সম্প্রচার শুরু হবে। এ ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারে তিন দেশের তিন কোম্পানি আগ্রহ দেখিয়েছে।

1541783967_22স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া নিতে নেপাল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কোম্পানি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিসিএসসিএল সংশ্লিষ্টরা সারাবাংলাকে এ সব তথ্য জানান।

বিসিএসসিএল সূত্রে জানা যায়, নেপালের দুটি কোম্পানি নেপাল হামরু ডিটিএইচ ও নেপাল ডিফারেন্ট টিভি এবং ফিলিপাইনের ডব্লিউআইটি নামের একটি কোম্পানি ট্রান্সপন্ডার ভাড়া নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে দরদাম এখনও ঠিক হয়নি। উপযুক্ত দাম পাওয়া গেলে এসব কোম্পানির কাছে ট্রান্সপন্ডার ভাড়া দেওয়া হতে পারে।

এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমাদের নিজস্ব চাহিদা মেটাবে। এটিই আমাদের প্রথম লক্ষ্য। এরইমধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল স্যাটেলাইটের আওতায় আসছে। বাইরের দেশ থেকেও আমরা সাড়া পাচ্ছি। অনেক দেশই আমাদের স্যাটেলাইট ব্যবহারে আগ্রহ দেখিয়েছে।’

দেশের প্রথম স্যাটেলাইটের সফলতা প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বছরের উপরে। এখন পর্যন্ত এটি কোনো ত্রুটির সম্মুখীন হয়নি। এটি একটি বড় সাফল্য।’

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘দেশের সবগুলো টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসছে এটি একটি বড় সাফল্য। এছাড়াও দেশের বাইরে থেকে বেশকিছু প্রতিষ্ঠান আমাদের স্যাটেলাইট থেকে ব্যান্ডইউথ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। নেপাল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কয়েকটি কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’

বিসিএসসিএল চেয়ারম্যান জানান, ‘নেপালের হামরু ডিটিএইচ, নেপাল ডিফারেন্ট টিভি এবং ফিলিপিনের ডব্লিউআইটি আমাদের ট্রান্সপন্ডার ভাড়া নিতে চায়। এর বাইরেও ট্রান্সপন্ডার ভাড়া নেওয়ার জন্য আরও কয়েকটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তবে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। কারণ ওরা যে দাম দিতে চাচ্ছে, তাতে আমরা রাজি নই। আমরা আরও বেশি দাম আশা করছি। এখন আমাদের মধ্যে দরকষাকষি চলছে।’

বিসিএসসিএল এর তথ্যমতে, বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এরমধ্যে ২৬টি কেইউ ব্যান্ডের। বাকি ২৪টি ইনসেটসি ব্রান্ডের। বর্তমানে বিদ্যমান স্যাটেলাইটগুলো সি ব্যান্ডের। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ইনসেট সি। অন্যান্য স্যাটেলাইটগুলোর সঙ্গে দেশের স্যাটেলাইটের পার্থক্য এটাই। বিসিএসসিএল জানিয়েছে, এরইমধ্যে ডিরেক্ট টু হোম’ (ডিটিএইচ) সেবাদাতা প্রতিষ্ঠান আকাশ ৬টি ট্রান্সপন্ডার ভাড়া দিয়েছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটের সবচেয়ে বড় গ্রাহক তারাই। বাইরের কয়েকটি দেশও বঙ্গবন্ধু স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া নিতে আগ্রহ দেখিয়েছে।

গত বছরের ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এর ইন অরবিট টেস্টসহ (আইওটি) নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়। পাওয়া যায় সফল সংকেত। উৎক্ষেপণের ছয় মাসের মাথায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা ও দেখভালের দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর অধীনে স্যাটেলাইটটির সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ওই বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে সফলতা দেখায় দেশের প্রথম এই স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভিতে খেলা দেখানো হয়। মাত্র এক বছরের মধ্যেই স্যাটেলাইটটির বাণিজ্যিক কার্যক্রমও শুরু হয়। ছয়টি টিভি চ্যানেলসহ দুটি ব্যাংক এর সেবা নিতে শুরু করে। স্যাটেলাইটের মাধ্যমে ক্যাবল ছাড়া টিভি দেখার ডিটিএইচ সেবাও চালু হয়। আর আগামী ২ অক্টোবর থেকে দেশের সবগুলো টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৩ আগ্রহী আরও টিভি’র দেশ দেশের বঙ্গবন্ধু সব সম্প্রচার স্যাটেলাইটে
Related Posts

তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে : চরমোনাই পীর

December 26, 2025
আট দল।

জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর-মামুনুলের দল!

December 26, 2025
স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দিপু হত্যায় ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

December 26, 2025
Latest News

তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে : চরমোনাই পীর

আট দল।

জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর-মামুনুলের দল!

স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দিপু হত্যায় ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

বাংলাদেশের অবস্থান ৬১ তম

বৈশ্বিক গবেষণায় বাংলাদেশের উল্লম্ফন: নেচার ইনডেক্সে ৬১তম অবস্থান

তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অর্জন: হাসনাত আবদুল্লাহ

শ্রদ্ধা জানাবেন

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, থাকবে চার স্তরের নিরাপত্তা

নতুন কর্মসূচি

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রত্যাবর্তন

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়াবে: মাহফুজ

sNBR

প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলে এনবিআরের বিশেষ ব্যবস্থা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.