দেশে আরও ৭০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৬৭

জুমবাংলা ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১৮ জন কম মারা গেছেন। গতকাল ৮৮ জন মারা গিয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩২ জনে।

আজ মৃতদের মধ্যে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন, রাজশাহী ও বরিশাল ৪ বিভাগে জন করে, খুলনা বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ১৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২৭১ জন কম শনাক্ত হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ। গত ৩১ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।