জুমবাংলা ডেস্ক: প্রাণঘািতি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
গতকাল শুক্রবার করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৭ জনের। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬৪৫ জনের।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।