মরণঘাতি করোনার বিষাক্ত ছোবলে বিপর্যস্ত বাংলাদেশ। এরমধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি আজ বাংলাদেশ পেলো তা হলো- দেশে প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১১২২৩ জন। যার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ৮০৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪৬ জন। নতুন করে শনাক্তের সংখ্যা বেড়েছে। তাই বদলে যাচ্ছে সমীকরণ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১০১২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে বাড়ি যাননি। এখন মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন। আইসিইউ প্রস্তুত আছে ১৯২ টি।’
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
গতকাল সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর একদিনে ১৮২ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৩৯।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৯ হাজার ৭১৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৫ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১৭৮ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।