জুমবাংলা ডেস্ক: সব ধরনের জটিলতা কাটিয়ে ভারত পুরনো এলসির বিপরীতে গম রফতানি অব্যাহত রাখায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে। এতে দেশের বাজারে সরবরাহ বাড়ায় গমের দাম কেজিতে ৪-৫ টাকা কমেছে। দাম কমায় খুশি বন্দরে গম কিনতে আসা পাইকাররা।
বন্দরে গম কিনতে আসা পাইকার আশরাফুল ইসলাম বলেন, বন্দর থেকে গম কিনে দেশের বিভিন্ন ফ্লাওয়ার মিলগুলোতে সরবরাহ করি। দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে গম আমদানি কমে যাওয়ায় দাম বেড়ে গিয়েছিল। বর্তমানে আমদানি কিছুটা বাড়ায় দাম কমতে শুরু করেছে। এতদিন যে গম ৪০ থেকে ৪১ টাকা বিক্রি হয়েছিল, এখন তা ৩৬ থেকে ৩৭ টাকায় নেমেছে। এতে গম কিনতে যেমন সুবিধা হয়েছে তেমনি মিলগুলোতে বেশি সরবরাহ করতে পারছি।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, নিজ দেশে সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত ১৩ মে থেকে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার। ফলে বন্দর দিয়ে গম রফতানি বন্ধ হয়ে যায়। তবে ১২ মে পর্যন্ত হওয়া এলসির গম রফতানির আশ্বাস দিয়েছিল তারা। পরে পুরনো এলসির গম রফতানি শুরু করলেও আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দেশের বাজারে গমের দাম বেড়ে যায়।
তিনি বলেন, গত ২৩ মে পুরনো এলসির গম রফতানির অনুমতি দেয় ভারত। প্রক্রিয়া শেষে ২৯ মে থেকে পুরনো এলসির গম রফতানি শুরু হয়। তবে সম্প্রতি পুরনো এলসির বিপরীতে গম রফতানির অনুমতি দেওয়ায় আমদানি বেড়েছে। এছাড়া যেসব আমদানিকারক রেলপথে গম আমদানির এলসি করেছিলেন সেসব গম রেলপথ বাদ দিয়ে সড়কপথে রফতানি অব্যাহত রেখেছে ভারত। এতে বন্দর দিয়ে আমদানি বেড়েছে। চাহিদার তুলনায় সররবাহ বাড়ায় দাম কমেছে। তবে ভারত সরকার এখন পর্যন্ত নতুন করে গমের এলসি গ্রহণের সিদ্ধান্ত দেয়নি। তারা নতুন করে এলসি গ্রহণ ও রফতানি শুরু করলে গমের দাম আরও কমবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে জুলাই মাসের শুরু থেকেই গম আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে বর্তমানে গম আমদানি কিছুটা বেড়েছে। জুলাই মাসের শুরু থেকে ২৮ জুলাই পর্যন্ত ১৮ কর্মদিবসে ৩৭৭টি ট্রাকে ১৫ হাজার ১৭৩ টন গম আমদানি হয়েছে। গমের আমদানি বাড়ার ফলে সরকারের রাজস্ব আহরণ বেড়েছে, বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় বেড়েছে। সেই সঙ্গে বন্দরের শ্রমিকদের কাজ বাড়ায় আয়ও বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।