Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দেশে টেকসই ড্রাইভিং অভিজ্ঞতায় নতুন যুগের সূচনা
    অর্থনীতি-ব্যবসা

    দেশে টেকসই ড্রাইভিং অভিজ্ঞতায় নতুন যুগের সূচনা

    Tomal NurullahMarch 4, 20245 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বিওয়াইডির সঙ্গে টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের এখনই সময়। দেশের অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

    বাংলাদেশে বিওয়াইডি গাড়ির পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড দেশের বাজারে বিওয়াইডি সিল গাড়ি উন্মোচন করে। নিজেদের ফ্ল্যাগশিপ গাড়ি বিওয়াইডি সিল উন্মোচনের মাধ্যমে এদেশে যাত্রা শুরু করল ব্র্যান্ডটি।

    সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, দেশ ও পরিবেশের স্বার্থে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের মধ্যে দেশে ব্যবহৃত মোটরযানের অন্তত ৩০ শতাংশ বিদ্যুৎচালিত গাড়িতে রূপান্তরে সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও বায়ুদূষণ কমিয়ে আনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্য দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে আমরা বিওয়াইডি গাড়ি উন্মোচন করেছি। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি পেলে তা অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হ্রাসে এবং অটোমোবাইল খাতের উন্নতিতে কার্যকরী ভূমিকা রাখবে। আমাদের প্রত্যাশা সবাই বিওয়াইডির সঙ্গে টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং আমরা টেকসই উন্নয়ন অর্জনে প্রাসঙ্গিক সকল অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে যাব।

    বিওয়াইডির নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিওয়াইডি সিলে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ডিজাইন– ওশান অ্যাসথেটিকস। বিওয়াইডির ই-প্ল্যাটফর্ম ৩.০ এর ভিত্তি করে নির্মিত বিওয়াইডি সিল সম্পূর্ণভাবেই বৈদ্যুতিক গাড়ি। বিওয়াইডি সিল বিশ্বের প্রথম মাস-প্রডিউসড মডেল যেখানে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির উদ্ভাবনী সিটিবি (সেল-টু-বডি) প্রযুক্তি।

       

    অত্যাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে ব্লেড ব্যাটারি গাড়ির বডির সঙ্গে চমৎকারভাবে একীভূত হয়ে ‘স্যান্ডউইচ’ কাঠামো তৈরি করেছে, যার ফলে টর্শনাল রিজিডিটি অর্জিত হয়েছে প্রতি ডিগ্রিতে ৪০ হাজার ৫০০ নিউটন মিটার। এ গাড়ি ব্যবহারে নিশ্চিত করবে সুরক্ষা, স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা এবং কার্যকারিতা।

    এ ছাড়াও, বিওয়াইডি সিলে রয়েছে আইটিএসি (ইন্টেলিজেন্ট টর্চার অ্যাডাপ্টেশন কন্ট্রোল) সিস্টেম এবং আরডব্লিউডি ও এডব্লিউডি কনফিগারেশন। বিওয়াইডি সিলের দুর্দান্ত অ্যাকসেলেরেশন (৩.৮ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/আওয়ার) এবং ০.২১৯ সিডি আল্ট্রা-লো অ্যারোডায়নামিক ড্র্যাগ কোএফিশিয়েন্ট প্রকৃত অর্থেই বৈদ্যুতিক সেডানের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। বিওয়াইডি সিল-এ রয়েছে স্ল্যান্টেড রুফলাইন, প্যানোরোমিক গ্লাস রুফ, শর্ট রিয়ার ডেক, ওয়াটারড্রপ মিরর, ওয়েভ ওয়েস্টলাইন এবং এলইডি লাইট। সেডানটির ভেতরে রয়েছে নেভিগেশনের জন্য ১৫ দশমিক ৬ রোটেটেবল টাচস্ক্রিন, ভেহিকেল সেটিংস ও এন্টারটেইনমেন্ট ফাংশন। সঙ্গে বিওয়াইডির নিজস্ব ইন্টেলিজেন্ট ককপিট সিস্টেম ও ভয়েস কম্যান্ড সুবিধা।

    বিওয়াইডি সিলের প্রিমিয়াম হাইফাই ডাইনোডিও সাউন্ড সিস্টেম গান শোনা ও বিনোদনের অভিজ্ঞতাকে করে তুলবে আরও উপভোগ্য। এছাড়াও, বিওয়াইডি সিল-এ রয়েছে পিএম২.৫ ফিলট্রেশন সিস্টেম, যা গাড়ির ভেতরে নিশ্চিত করবে স্বাস্থ্যকর ও চমৎকার পরিবেশ।

    দেশের বাজারে বৈদ্যুতিক এ সেডানটি দুটি সংস্করণে পাওয়া যাবে। এক্সটেন্ডেড রেইঞ্জ (রিয়ার ড্রাইভ) এবং এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ)। ফিচার অনুযায়ী দুটি সংস্করণেই রয়েছে ৮২ দশমিক ৫৬ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি, যা ৫৭০ কিলোমিটার (ডব্লিউএলটিপি) পর্যন্ত বিস্তৃত সুবিধা প্রদান করে।

    ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে রয়েছে ১৬০ কিলোওয়াট/৩১০ নিউটন মিটার সক্ষমতা সমৃদ্ধ ফ্রন্ট মোটর এবং ২৩০ কিলোওয়াট/৩৬০ নিউটন মিটার সক্ষমতা সমৃদ্ধ রিয়ার মোটর। একসঙ্গে যার আউটপুট হবে ৩৯০ কিলোওয়াট/৬৭০ নিউটন মোটর। সেডানটিতে মাত্র ৩ দশমিক ৮ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১শ কিলোমিটার গতি উঠবে।

    অন্যদিকে, এক্সটেন্ডেড রেইঞ্জ ভ্যারিয়েন্টে রয়েছে সিঙ্গল-মোটর রিয়ার ড্রাইভ কনফিগারেশন এবং ২৩০ কিলোওয়াট ও ৩৬০ নিউটন মিটার আউটপুট ক্যাপাসিটি। এর ফলে, সেডানটিতে মাত্র ৫ দশমিক ৯ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১শ কিলোমিটার গতি ওঠানো যাবে।

    সেডানটির দুটি ভ্যারিয়েন্টই মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ হবে। বিওয়াইডি সিল বাংলাদেশের বাজারে পাওয়া যাবে চারটি রঙে। আর্কটিক ব্লু, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও কসমস ব্ল্যাক।

    এর আগে রাজধানীর ৩৪০, হক সেন্টার, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁওয়ে বিওয়াইডির ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয়। আগ্রহী ক্রেতারা বিওয়াইডি শো-রুমে এসে বিওয়াইডি সিলের ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন এবং গাড়িটি বুকিং দিতে পারবেন পারবেন। এছাড়াও, বিওয়াইডি চালু করেছে আভা গার্ড স্কিম, যার মাধ্যমে ওই দিন গাড়ি বুকিং দেওয়া ক্রেতারা বিনামূল্যে বিমা, অ্যাকসেসোরিজ, নিবন্ধন এবং ডাবল ডিপোজিট সুবিধা পাবেন। www.drivebydbd.com -এ লিঙ্ক ভিজিট করে আগ্রহী ক্রেতারা বুক করতে পারবেন টেস্ট ড্রাইভ।

    বিওয়াইডি

    বহুজাতিক হাই-টেক প্রতিষ্ঠান বিওয়াইডি উন্নত জীবনের লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহারে নিবেদিতভাবে কাজ করে। ১৯৯৫ সালে রিচার্জেবল ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে যাত্রা শুরু করে বিওয়াইডির বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রাজিল, হাঙ্গেরি ও ভারতে ৩০টিরও বেশি শিল্প পার্কসহ অটোমোবাইল, রেল ট্রানজিট, নিউ এনার্জি ও ইলেকট্রনিকস সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। জ্বালানি উৎপাদন ও সংরক্ষণ থেকে শুরু করে এর ব্যবহার পর্যন্ত, বিওয়াইডি শূন্য কার্বন নিঃসরণ জ্বালানি সমাধান প্রদানের জন্য নিবেদিতভাবে কাজ করছে, যা বৈশ্বিকভাবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসে ভূমিকা রাখছে। বিশ্বের ছয়টি মহাদেশে ৭০টিরও বেশি দেশ ও অঞ্চল এবং চারশরও বেশি শহরে প্রতিষ্ঠানটির নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) রয়েছে। হংকং এবং শেনজেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, প্রতিষ্ঠানটি একটি ফরচুন গ্লোবাল ৫০০ এন্টারপ্রাইজ হিসেবে সুপরিচিত – যে প্রতিষ্ঠান সবুজ-বান্ধব বিশ্ব গড়ে তুলতে উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে।

    বিওয়াইডি অটো

    ২০০৩ সালে প্রতিষ্ঠিত, বিওয়াইডি অটো বহুজাতিক হাই-টেক প্রতিষ্ঠান বিওয়াইডির অটোমোটিভ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। বিওয়াইডি উন্নত জীবনের লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহারে নিবেদিতভাবে কাজ করে। বৈশ্বিকভাবে পরিবহন খাতে সবুজ-বান্ধব রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে বিওয়াইডি অটো সম্পূর্ণ বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ি নির্মাণ নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি নিউ এনার্জি ভেহিকেলের পুরো সাপ্লাই চেইনের মূল প্রযুক্তি যেমন ব্যাটারি, বৈদ্যুতিক মোটর এবং ইলেকট্রনিক কন্ট্রোলার নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতিতেও ভূমিকা রেখেছে। যার মধ্যে রয়েছে- ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড প্রযুক্তি, ই প্ল্যাটফর্ম ৩.০, সিটিবি প্রযুক্তি, ই৪ প্ল্যাটফর্ম, বিওয়াইডি ডিসাস ইন্টেলিজেন্ট বডি কন্ট্রোল সিস্টেম এবং ডিএমও সুপার হাইব্রিড সিস্টেম। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যারা ইভি শিফটে।

    এক মাসে প্রবাসী আয় এলো ২৪ হাজার কোটি টাকা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অভিজ্ঞতায় অর্থনীতি-ব্যবসা টেকসই ড্রাইভিং দেশে নতুন যুগের সূচনা
    Related Posts
    ডিপোজিট পেনশন স্কিম

    কোন ব্যাংকে ডিপিএস (DPS) করলে সবচেয়ে বেশি লাভ পাবেন? জেনে নিন

    November 2, 2025
    Bank

    একই ব্যাংকে একাধিক একাউন্ট, এফডিআর ও ডিপিএস করা যাবে? জেনে নিন

    November 2, 2025
    Gold

    সোনার দাম আবার বাড়লো, ভরিতে যত টাকা

    November 1, 2025
    সর্বশেষ খবর
    ডিপোজিট পেনশন স্কিম

    কোন ব্যাংকে ডিপিএস (DPS) করলে সবচেয়ে বেশি লাভ পাবেন? জেনে নিন

    Bank

    একই ব্যাংকে একাধিক একাউন্ট, এফডিআর ও ডিপিএস করা যাবে? জেনে নিন

    Gold

    সোনার দাম আবার বাড়লো, ভরিতে যত টাকা

    Sonchoypotro

    সঞ্চয়পত্র কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

    Taka

    টাকা বাড়ানোর সহজ ও ঝুঁকিমুক্ত উপায়, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এখনই ক্রয় করুন

    এলপি গ্যাসের দাম

    এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে যেদিন

    প্রাইজবন্ডের ড্র

    প্রাইজবন্ডের ‘ড্র’ রবিবার

    Egg

    কমেছে সবজি, ডিম ও মুরগির দাম

    বাংলাবান্ধা দিয়ে নেপালে ১,৪০৭ টন আলু পাঠালো বাংলাদেশ

    এলপি গ্যাস

    এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ কবে, জানাল বিইআরসি

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.