Advertisement
জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভারস) আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিবসটি।
১৯৯৭ সালের ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেখানে এক হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ওই সম্মেলনে অংশ নেন প্রতিনিধিরা।
ওই সম্মেলন থেকেই ১৪ই মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের ঘোষণা দেয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, জাতীয় নদী রক্ষা আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন কর্মসূচির আয়োজন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।