Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home দেশে ফিরলেন না পিকে হালদার
অপরাধ-দুর্নীতি জাতীয়

দেশে ফিরলেন না পিকে হালদার

Mohammad Al AminOctober 25, 20204 Mins Read
Advertisement

জাতীয় ডেস্ক: সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করে কানাডায় পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) রবিবার (২৫ অক্টোবর) নির্ধারিত দিনে দেশে ফেরেননি৷ শনিবার (২৪ অক্টোবর) এক চিঠিতে জানিয়েছেন, তিনি অসুস্থ এবং করোনার উপসর্গ দেখা দিয়েছে৷ খবর: ডয়চে ভেলে।

তবে কবে আদালতের নির্দেশনা মেনে বাংলাদেশে আসবেন তা জানাননি৷ তিনি বলেছেন, তার সুবিধামত সময়ে আসার চেষ্টা করবেন৷

দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেছেন, তার চিঠি এবং ভাষা ঔদ্ধত্বপূর্ণ৷ তিনি আদালত অবমাননা করেছেন৷ আমরা তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনব৷

সুপ্রিম কোর্টের আইজীবী মনজিল মোরসেদ বলেন, পিকে হালদার মনে করেছিলেন টাকার জোরে তিনি সুবিধা পাবেন৷ কিন্তু আদলত তাকে সেই সুবিধা দেয়নি৷ তাকে আত্মসমর্পণের সুযোগ না দিয়ে দেশে ফেরার পর পরই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন৷ তিনি হয়তো সেই কারণেই আসেননি৷

এই আইনজীবী আরও বলেন, তিনি নিজেই যেহেতু আদালতে আবেদন করেছেন তাই তাকে আদালতের নির্দেশে চলতে হবে৷ আদালত তো পুতুল নয়৷ তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা উচিত৷

এই বিষয়ে পিকে হালদারের আইনজীবী মাহফুজুর রহমান লিমন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি৷ তিনি পিকে হালদারের চিঠিটি অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠিয়েছেন৷

গত ৭ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পিকে হালদারের পক্ষে আদালতে আবেদন করে বলা হয়, তিনি এখন দেশের বাইরে থাকলেও দেশে ফিরে আত্মসমর্পণ করে টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে চান৷

গত বুধবার (২১ অক্টোবর) তার আইনজীবী আদালতকে জানান, পিকে হালদার ২৫ অক্টোবর সকাল ৮ টায় অ্যামিরেটস এয়ালাইন্স-এর একটি বিমানে ঢাকায় আসবেন৷ আদালত তার আবেদনে সাড়া দিলেও আত্মসমর্পণ নয়, দেশে আসা মাত্র গ্রেপ্তারের নির্দেশ দেন৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলেন না৷

দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, পিকে হালদার বলেছেন তিনি তার সুবিধামত সময়ে আসবেন৷ আবার দাবি করেছেন তিনি আদালতের আদেশ পাননি৷ তিনি তো একজন পলাতক আসামি৷ তার তো এত কিছু পাওয়ার সুযোগ নাই৷ তিনি তো এখন তার ইচ্ছামত সিদ্ধান্ত নিতে পারেন না৷ তিনি ফিরে না আসলে আমরা আইনগতভাবে তাকে ও তার পাচার করা অর্থ ফেরত আনব৷

মনজিল মোরসেদ বলেন, দুদক তার পাচার করা অর্থ এবং তাকে ফেরত আনার উদ্যোগ নেয়ার পরই সে আসলে দেশে ফিরে আসার আবেদন করেছিল৷ তার হয়তো ইচ্ছা ছিল পাচার করা প্রায় চার হাজার কোটি টাকার একটা অংশ ব্যবহার করে রেহাই পেয়ে যাবেন৷ কিন্তু সেটার আশা না দেখে এখন সে টালবাহানা করছে৷

মোট তিন হাজার ৬০০ কোটি টাকা কানাডায় পাচার করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে৷ এ নিয়ে কোম্পানি আইনে একাধিক মামলা হয়েছে৷

অন্যদিকে দুদকেও তার বিরুদ্ধে মামলা আছে৷ দুদক বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে থাকা তার ২৭৫ কোটি টাকা জব্দ করেছে৷ আরও কিছু সম্পদ জব্দ করা হলেও তার অর্থিক মূল্য এখনও দুদক নির্ণয় করেনি৷

পাচারের টাকা কতটা ফেরত আসে?

২০১২ এবং ২০১৩ সালে তিন দফায় সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২১ কোটি টাকারও বেশি অর্থ ফেরত আনতে পেরেছিল দুদক৷ পাশাপাশি যুক্তরাজ্যকে তিন লাখ মার্কিন ডলার উদ্ধার করে দিয়েছে বাংলাদেশ৷

ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশন গঠন করে ৩৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল৷

২০০৭ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থার সময় দুর্নীতিবিরোধী টাস্কফোর্স বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরও এক হাজার ২৩২ কোটি টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেয়৷ তবে এর মধ্যে আবার ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা দেশের সর্বোচ্চ আদালত মালিকদের ফেরত দেয়ার নির্দেশ দেয়৷

অন্যদিকে ট্রুথ কমিশনকে আদালত অবৈধ ঘোষণা করলেও যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেয়ার কোনো নির্দেশ দেয়নি৷

দুদক জানায়, তাদের উদ্যোগের মধ্যে এখন এগিয়ে আছে মোরশেদ খান ও তার পরিবারের সদস্যদের হংকংয়ে পাচার করা ৩২১ কোটি টাকা ফেরত আনা৷ এর মধ্যে প্রথম ধাপে ১৬ কোটি টাকা ফেরত আনার জন্য হংকংয়ের অ্যাটর্নি জেনারেলের কাছে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুদক৷

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৯ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে৷ গিয়াসউদ্দিন আল মামুন এবং তার ভাই হাফিজ ইব্রাহিমের টাকাও উদ্ধারের চেষ্টা চলছে৷

এদিকে হলমার্কের কাছ থেকে ১৩ কোটি টাকা আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল দুদক৷ তবে তা আইনি প্রক্রিয়ার কারণে আটকে আছে৷ দুদকের আইনজীবী দাবি করেন তারা এরকম আরও কিছু উদ্যোগ নিয়েছেন পাচারের টাকা ফেরত আনার৷

পিকে হালাদারের টাকা কি ফেরত আনা যাবে?

খুরশিদ আলম জানান, মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স আইন ২০১২ অনুযায়ী, কানাডাসহ পৃথিবীর ১৩২টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা যায়৷ পিকে হালদারের টাকাও ফেরত আনার উদ্যোগ নেয়া হবে৷ আর আদালতে আবেদন করা হবে যাতে তাকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা যায়৷

তিনি বলেন, পিকে হালদার ঠিক কোন দেশে আছে আমরা নিশ্চিত নই৷ তারা বলছেন কানাডায় আছেন৷ একজন পলাতক আসামিকে আদালত যে সুযোগ দিয়েছেন তা সাধারণ আইনে পারেন না৷ হাইকোর্ট তার ইনহেরেন্ট পাওয়ারের কারণে দিয়েছে৷ এখন সেই সুবিধা পেয়ে উল্টো সে আদালতকে অবমাননা করছে৷

মনজিল মোরসেদ বলে, মানিলন্ডারিংকে সারাবিশ্বেই এখন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৷ দুদক যদি উদ্যোগ নয় তাহলে পিকে হালদারের পাচার করা টাকা এবং তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
পোস্টাল ভোট

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

December 22, 2025
ঘুরে দাঁড়ানো

আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা হয়নি: ইফতেখারুজ্জামান

December 22, 2025
অসত্য তথ্য প্রচার

কমিশন নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে: গুম কমিশন

December 22, 2025
Latest News
পোস্টাল ভোট

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ঘুরে দাঁড়ানো

আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা হয়নি: ইফতেখারুজ্জামান

অসত্য তথ্য প্রচার

কমিশন নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে: গুম কমিশন

সুনির্দিষ্ট তথ্য নেই

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

বীরদের দেশ

বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব

বৈঠক

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক

পণ্য জব্দ

সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নেতার মৃত্যু

কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

দেড় যুগ অপেক্ষার অবসান, ফিরছেন তারেক রহমান

অভিবাসনপ্রত্যাশী

গ্রিসে অভিবাসীবাহী নৌকা থেকে উদ্ধার ৫৩৯ জনের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.