দেশে ফিরেই নতুন লক্ষ্যের কথা জানালেন যুবা অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। শিরোপা জয়ের তিন দিন না যেতেই দলের পরবর্তী মিশন ও স্বপ্নের কথা জানিয়েছেন অধিনায়ক আজিজুল হক তামিম। এশিয়া কাপের পর এবার টাইগার যুবাদের চোখে বিশ্বকাপে।

সোমবার (৯ ডিসেম্বর) রাত এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন এশিয়া কাপজয়ী ক্রিকেটাররাসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম।

এই সময় যুবা অধিনায়ক, আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।

দুবাইতে প্রবাসী দর্শকদের মুখ থেকে জয়ের আগে ভেসে আসছিল তাকবির ধ্বনি। সেই সময়ে দর্শকদের তাঁতিয়ে দিয়েছিলেন জুনিয়র তামিম। মাঠের সেই সমর্থন নিয়ে তামিম বলেন, গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।

এশিয়া কাপ জয়ের ট্রফি দেশের জন্য উৎসর্গ করেন তামিম। তার ভাষ্য, এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।

দেশের নারী আম্পায়াররা গড়লেন ইতিহাস

নিজের দল নিয়ে তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।