Advertisement
জুমবাংলা ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ৫১টি ফিরতি হজ ফ্লাইটে ১৮ হাজার ৭৮৪ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।
আজ হজ বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের ২২টি ও সৌদি এয়ারলাইন্সের ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।
গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।
চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel