দেশে সবচেয়ে বেশি ও কম টিকা পেয়েছেন যে জেলার মানুষ

জুমবাংলা ডেস্ক: দেশে করোনার সংক্রমণ কমে আসলেও টিকা কার্যক্রম চলমান রয়েছে। দেশে এখন পর্যন্ত মোট টিকা দেওয়ার মধ্যে কোন জেলার মানুষ বেশি ও কম পেয়েছে সে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার ( ২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলামের দেয়া তথ্য মতে, দেশে এখন পর্যন্ত মোট ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি (৩৭ লাখ ১৪ হাজার ২৬৬) টিকা পেয়েছেন ঢাকা মহানগরীর মানুষ, আর সবচেয়ে কম (১ লাখ ৫৭ হাজার ৯৯৫) টিকা পেয়েছেন বান্দরবানের মানুষ।

শুধু তাই নয় বিভাগভিত্তিক পরিসংখ্যানেও এগিয়ে আছে ঢাকা বিভাগ। এ বিভাগের ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২১৭ জন অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে অন্তত এক ডোজ টিকা পেয়েছেন ৭০ লাখ ৩৩ হাজার ৪১৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ লাখ ৫৩৮ জন, রাজশাহী বিভাগে ৪৭ লাখ ৬৩ হাজার ৩০ জন, রংপুর বিভাগে ৪৬ লাখ ১৮ হাজার ৩২১ জন, খুলনা বিভাগে ৫২ লাখ ৪৯ হাজার ৬৯৯ জন, বরিশাল বিভাগে ২৩ লাখ ৯২ হাজার ৯৩ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৪০ হাজার ১৩৫ জন এক ডোজ টিকা পেয়েছেন।