Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দেশে সেমিকন্ডাক্টরে ট্রিলিয়ন ডলারের হাতছানি
    অর্থনীতি-ব্যবসা

    দেশে সেমিকন্ডাক্টরে ট্রিলিয়ন ডলারের হাতছানি

    Saiful IslamJanuary 27, 20245 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ইলেকট্রনিকস শিল্পে সেমিকন্ডাক্টর খাতে বিপুল আয়ের বিরাট সম্ভাবনা রয়েছে। বিশাল এই বাজারের কিয়দংশ ধরতে পারলে দেশের পোশাক রপ্তানি আয়কেও ছাড়িয়ে যাবে সেমিকন্ডাক্টর খাত। এই সুযোগকে কাজে লাগাতে বড় ধরনের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বিশ্বে সেমিকন্ডাক্টরের ৫৫০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে, যা ২০২৯ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার (১০০ বিলিয়ন ডলার বা ১১ লাখ কোটি টাকা) ছাড়িয়ে যাবে।

    সেমিকন্ডাক্টর

    ডিজিটাল জগতে সব ডিভাইসের প্রাণ সেমিকন্ডাক্টর বা চিপ। স্মার্টফোন থেকে কম্পিউটার, গাড়ি, ওয়াশিং মেশিনসহ সব ধরনের যন্ত্রই চিপনির্ভর। চিপ উৎপাদনে বৈশ্বিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশ ও কম্পানি বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে।

    খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে সারা বিশ্বের ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং খাত দ্রুত ক্রমবর্ধমান শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে।

    এশিয়ার অনেক দেশ এই বাজার ধরতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে। ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সেমিকন্ডাক্টর খাত থেকে বিপুল অঙ্কের আয়ের প্রস্তুতি নিচ্ছে, সেখানে দেশে সেমিকন্ডাক্টর ডিজাইন থেকে আয় মাত্র ১০০ মিলিয়ন ডলার।
    এই আয় ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে তা কয়েক বিলিয়ন ডলার করার সুযোগ রয়েছে।

    এ জন্য বেসরকারি খাতের উদ্যোগের পাশাপাশি সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
    নেতৃত্ব দিচ্ছে যারা

    গত শতকের আশির দশকে সেমিকন্ডাক্টর শিল্পে টেক জায়ান্ট জাপানের বড় ধরনের উত্থান হলেও এ শিল্পে তারা স্থান ধরে রাখতে পারেনি। বর্তমানে সারা বিশ্বে দুই ন্যানোমিটার ক্ষুদ্র আকারের উচ্চ প্রযুক্তির চিপ ডিজাইন ও তৈরির শীর্ষে রয়েছে তাইওয়ান। তাইওয়ানের টিএসএমসি কম্পানি সিলিকন চিপ বা সেমিকন্ডাক্টর ব্যবসার ৬৬ শতাংশ একাই নিয়ন্ত্রণ করে। ৯২ শতাংশ অ্যাডভান্স চিপ এই তাইওয়ানে তৈরি হয়।

    করোনার সময় এই কম্পানির উৎপাদন ব্যাহত হওয়ায় টেলিকমিউনিকেশন থেকে শুরু করে স্বাস্থ্য খাত পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। টয়োটা, অ্যাপল, ফোর্ট, টেসলার মতো নামিদামি কম্পানির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে চিপ এখন ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে বিশ্বের দুই জায়ান্ট যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে তার মূল্যে রয়েছে ফাইভজি ও সেমিকন্ডাক্টর শিল্পের বাজার দখলের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমেরিকা ও চীন যে যার মতো করেই এগিয়ে যাচ্ছে।

    উচ্চ প্রযুক্তিনির্ভর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানি হিসেবে মার্কিন টেক জায়ান্ট ইন্টেল বিগত দুই দশকের বেশি একক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। তবে ইন্টেলের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং, জাপানের মিত্সুবিশি কম্পানি এবং চীনের বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানও মাইক্রো ও ন্যানো চিপ ডিজাইন ও ম্যানুফ্যাকচারিংয়ে এগিয়েছে। পাশাপাশি ভারতে বেশ কিছু সেমিকন্ডাক্টর বা চিপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও ভারত তার মোট সেমিকন্ডাক্টর চাহিদার ৭০ শতাংশ পর্যন্ত আমদানি করে থাকে। তবে চিপ আমদানি নির্ভরশীল কমাতে এই খাতে ভারত বড় আকারের বিনিয়োগ শুরু করেছে।

    ইন্টারন্যাশনাল বিজনেস, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) শল চেয়ার উইলিয়াম এ রাইনশ বলেন, বর্তমানে মার্কিন কম্পানিগুলো তাদের সরবরাহ চেইন থেকে চীনা পণ্য সরিয়ে ফেলতে চাইছে। এ পরিস্থিতি থেকে এশীয় দেশগুলোর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তার বিকল্প হিসেবে এই কম্পানিগুলো ভিন্ন উৎস খুঁজবে। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়া একটি চমত্কার উৎস হতে পারে, তবে এই অঞ্চলের কোন দেশ এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে, তা দেশগুলোর সক্ষমতার ওপর নির্ভর করবে।

    সেমিকন্ডাক্টরে বাংলাদেশের যাত্রা

    উল্কাসেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েতুর রহমানকে দেশে এই শিল্প প্রতিষ্ঠার একজন অগ্রদূত বলা যায়। তিনি এমন একটি বাজার ধরার উদ্যোগ নেন, যা তার কম্পানিটি শুরুর দেড় দশকের মধ্যেই ৬০ হাজার কোটি ডলারে রূপ নিয়েছে।

    বাংলাদেশে এ পর্যন্ত একটি বাজার তৈরিতে উল্কাসেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন ও টোটোন ইলেকট্রনিকসের মতো প্রতিষ্ঠানগুলো দেশের সেমিকন্ডাক্টর শিল্প এগিয়ে নিচ্ছে। দেশের দুটি বড় কম্পানি ওয়ালটন ও এসিআই এই শিল্পে প্রবেশের উদ্যোগ নিচ্ছে। ওয়ালটন এরই মধ্যে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে জায়গা করে নিয়েছে।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশ সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করেছে। দেশেই মাইক্রোচিপ থেকে ন্যানো চিপ ইকো সিস্টেম তৈরি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, মাইক্রোচিপের নকশা এবং সাইবার নিরাপত্তা প্রযুক্তিতে আমরা আমাদের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে রিসোর্স ট্যালেন্টপুল তৈরি করছি। ফলে আগামী ১০ বছরে ভালোভাবেই বৈশ্বিক সমস্যা সমাধানে অংশ নিতে পারব।’

    প্রতিমন্ত্রী বলেন, দেশের মেধাবী প্রকৌশলীরা তাঁদের কাজের মাধ্যমে দেশে উৎপাদিত ‘মেড ইন বাংলাদেশ’ চিপ রপ্তানি করে ২০৩১ সালের মধ্যে আয় করবেন ১০ বিলিয়ন মার্কিন ডলার। এ দেশের মেধাবী তরুণরা মেধা ও সৃজনশীলতায় কারো চেয়ে পিছিয়ে নেই, তার অন্যতম উদাহরণ উল্কাসেমি।

    বিশেষজ্ঞরা যা বলছেন

    উল্কাসেমির প্রতিষ্ঠাতা, সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প প্রায় ৬০০ বিলিয়ন ডলারের। বিপুল সম্ভাবনার এ বাজারে বাংলাদেশের অংশগ্রহণ একেবারেই সামান্য। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ হয়ে উঠতে পারে এ শিল্পের অন্যতম বড় প্রতিযোগী। এ শিল্পে আমাদের অংশগ্রহণ একেবারেই সীমিত, আমরা শুধু আইসি চিপের ডিজাইন তৈরি করি। কিন্তু আমরা যদি সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে প্রবেশ করতে পারি, যার মধ্যে রয়েছে সিলিকন ওয়েফার উৎপাদন, আইসি চিপ বানানো, আইসি চিপ প্যাকেজিং, সংযোজন ও পরীক্ষাকরণ এবং পণ্যগুলোর মধ্যে একীভূতকরণ। তাহলে সেমিকন্ডাক্টর শিল্প থেকে বাংলাদেশের যে রাজস্ব আসবে, তা হবে তৈরি পোশাক শিল্প থেকে বর্তমান আয়ের সমান।

    এই উদ্যোক্তা বলেন, সেমিকন্ডাক্টর শিল্পও যদি সরকারের বিশেষ মনোযোগ পায় এবং এ খাতে নীতি সহায়তা দেওয়া হয়, তবে এ খাত খুব দ্রুত সরকারের লক্ষ্যকে অতিক্রম করে যাবে। সরকারের লক্ষ্য আগামী ২০৩১ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পকে ১০ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করা।

    বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পে বিশাল কর্মযজ্ঞ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ডিজাইনিং। আমাদের দেশের তরুণ প্রকৌশলীরা সেমিকন্ডাক্টর ডিজাইন করতে পারবে। কিন্তু এখানে যদি ফ্যাব্রিকেশন করতে হয়, তাহলে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ লাগবে। এখানে বেসরকারি উদ্যোগ থাকতে হবে, যেখানে সরকার সহায়তা করতে হবে।’

    তিনি বলেন, ‘ইন্টেল, এএমডির মতো বিশ্বের বড় বড় কম্পানির যারা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ও সেমিকন্ডাক্টর ম্যাটারিয়াল নিয়ে কাজ করছে, তাদের এখানে ফ্যাসিলিটেট করতে হবে। আমাদের প্রতিবেশী দেশে এই শিল্পকে প্রণোদনা দিতে এক হাজার কোটি ডলারের প্রকল্প নিয়েছে সরকার। আমরা ফ্যাব্রিকেশন যদি নাও করতে পারি, শুধু যদি ডিজাইনটাও করি তাহলেও বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যদি ভিয়েতনামে হতে পারে তাহলে বাংলাদেশেও সেমিকন্ডাক্টরের ফ্যাব্রিকেশন ইন্ডাস্ট্রি গড়া সম্ভব। আমাদের যেসব তরুণ চিপ ডিজাইন করছে আমরা তাদের ধরে রাখতে পারিছ না।’

    ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ২০৩০ সাল নাগাদ সেমিকন্ডাক্টরের বিশ্ববাজার ট্রিলিয়ন ডলারের ব্যবসা হবে। ভারতে এটা ৩৭ বিলিয়ন ডলার, ভিয়েতনামে ছয় বিলিয়ন ডলার, মালয়েশিয়াতে ৩৭ বিলিয়ন ডলারের হিস্যা রয়েছে। কিন্তু বিশাল এই বাজারে বাংলাদেশের হিস্যা মাত্র ৫০০ মিলিয়ন ডলারের। এই বিশাল শিল্পের মূল চালিকাশক্তি হচ্ছেন মেধাবী প্রকৌশলীরা। এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে আইসিটি বিভাগ টাস্কফোর্স গঠন করেছে।

    তিনি বলেন, ‘এই খাতে নতুন বিনিয়োগকারী আনতে নীতি সহায়তা বাড়াতে হবে। দেশ-বিদেশের বিনিয়োগকারীরা যাতে এই শিল্পে বিনিয়োগ করতে পারে, এ জন্য প্রথমেই আমাদের একটি ইকোসিস্টেম তৈরি করতে হবে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা ট্রিলিয়ন ডলারের দেশে সেমিকন্ডাক্টরে হাতছানি
    Related Posts
    রেকর্ড ভেঙে বাংলাদেশে

    রেকর্ড ভেঙে বাংলাদেশে রেমিট্যান্স বিপ্লব, সমাপ্ত অর্থবছরে যত এলো

    July 13, 2025
    Cheque

    চেকে লেখা ‘Pay to [নাম] or Bearer’—এক ভুলেই হারাতে পারেন আপনার সব টাকা

    July 12, 2025
    Dutch Bangla Bank

    ডাচ বাংলা ব্যাংক ডিপিএসে মাসে ৫ হাজার টাকা জমা রাখলে ৫ বছর পর কত রিটার্ন পাবেন

    July 12, 2025
    সর্বশেষ খবর
    জুলাই গণঅভ্যুত্থান

    এবার একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা

    Dance

    ‘টিপ টিপ বরসা পানি’ গানে যুবতীর নাচ নেট দুনিয়ায় ভাইরাল

    Robin

    প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা : ‘ফাইসা গেছি’, বললেন রবিন

    সোহাগ হত্যা বিচার বিভাগীয়

    সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

    bKash

    bKash: The Undisputed Champion of Mobile Banking in Bangladesh

    ফিলিপস ১২০০

    আপনার ব্যক্তিগত ব্যারিস্টা: ফিলিপস ১২০০ সিরিজ ফুলি অটোমেটিক এসপ্রেসো মেশিন

    Gabb Wireless Safe Technology

    Gabb Wireless Safe Technology Innovations: Leading the Kid-Safe Digital Revolution

    কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার

    কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ

    Furrion Luxury Appliance Innovations

    Furrion Luxury Appliance Innovations: Leading the Global High-Tech Living Revolution

    ৭ শিংওয়ালা গরু

    বিস্ময়কর ৭ শিংওয়ালা গরু, দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.