স্বাস্থ্য ডেস্ক : জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারিভাবে চার হাজার ৪৪৩ জন চিকিৎসককে নিয়োগ দেয়া হয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আওতায় নিয়োগপ্রাপ্ত নতুন চার হাজার ৪৪৩ জন চিকিৎসক আজ কাজে যোগ দিচ্ছেন।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ উপলক্ষে শুরু হয়েছে যোগদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সেনাল,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সচিব মোঃ হাবিবুর রহমান খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের মহাসচিব ডাক্তার এম এ আজিজ সহ অন্যরা।
আজ আনুষ্ঠানিকভাবে নতুন চিকিৎসকরা যোগদান পত্র জমা দিয়ে সারাদেশে নিজ নিজ কর্মস্থলে ছড়িয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।