সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর দক্ষতার সহিত সম্পাদন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে দৌলতপুর উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে দৌলতপুর বাসস্ট্যান্ড ও বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ২৩ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মালিকানাবিহীন একটি মোটরসাইকেল আটক করে ডাম্পিং এর জন্য দৌলতপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান জানান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে দৌলতপুর বাসস্ট্যান্ড ও বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় মোট ১৩টি মামলায় ৬৩ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং মালিকানাবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।