বিনোদন ডেস্ক : শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ চলচ্চিত্রটি নানা প্রতিবন্ধকার বেড়াজাল ভেদ করে বাংলাদেশে মুক্তি পায়। সিনেমাটি নিয়ে আমদানিকারক থেকে হল মালিকদের মধ্যে ছিল প্রাণের সঞ্চার। কিন্তু বাংলাদেশে সিনেমা মুক্তির পরের দিনই চোখে অন্ধকার দেখতে শুরু করেন হলের মালিকরা।
কেননা প্রথম দিন দর্শকদের আগ্রহ থাকলেও দেশের অধিকাংশ হলেই দ্বিতীয় দিনে কোনো আগ্রহ ছিল না। যার ফলে হতাশ হয়েছেন এই সিনেমা নিয়ে। হল মালিকরা বলেন, ছবিটি পুরাতন, অনলাইনে রয়েছে, তাই দর্শক কম।
মাল্টিপ্লেক্সগুলোতে পাঠানের ব্যবসা গত শুক্র ও শনিবার ভালো গেলেও রবিবার থেকে ধস নামে। সেই ধসের কারণে দ্বিতীয় সপ্তাহে এসে শো কমিয়ে দিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। গত শুক্রবার অধিকাংশ শাখায় সাতটি করে শো রাখা হলেও আজ (১৯ মে) থেকে চারটি করে শো রাখা হয়েছে।
প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোট ৩৪টা শো ছিল। দ্বিতীয় সপ্তাহে এসে সেটা কমিয়ে ২১টা করা হয়েছে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে বলছেন, ‘প্রথম সপ্তাহের শুক্র ও শনিবার আমাদের টিকিট সেল হয়ে গিয়েছিল। এরপর ওয়ার্কিং ডে শুরু হলে দর্শক কমতে শুরু করে। আর দ্বিতীয় সপ্তাহে হলিউডের নতুন সিনেমা আমাদের রিলিজ দিতে হয়েছে, হল তো লাগবে আমাদের। এ জন্য পাঠানের শো কমাতে হয়েছে।’
তিনি বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা মোট ৩৪টা শো রেখেছিলাম। দ্বিতীয় সপ্তাহে এসে আমরা পাঠানের দৈনিক শো রেখেছি ২১টা। আসলে আমাদের দেশে নতুন সিনেমা রিলিজ দিতে হবে।’
এদিকে ‘পাঠান’-এর মাঠ পর্যায়ের ব্যবসার খোঁজ-খবর নিয়ে জানা গিয়েছিল, মাল্টিপ্লেক্সগুলোতে কিছুটা ব্যবসা চললেও একক পর্দার প্রেক্ষাগৃহে ব্যবসাই করতে পারেনি। যদিও হিন্দি সিনেমা আমদানির সঙ্গে যুক্ত অনন্য মামুন দাবি করছেন, দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে। আর এ সপ্তাহে বাংলাদেশের কোনো সিনেমাই মুক্তি পায়নি। স্বাভাবিকভাবেই মাল্টিপ্লেক্সগুলোতে জায়গা করে নিয়েছে হলিউডের নতুন সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।