in ,

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও নেই মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: আগামী ১৭ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। গেল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে খেলেননি টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলা হবে না তার।

আজ (বৃহস্পতিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, আজকে (বুধবার) হালকা অনুশীলন করেছে মাহমুদুল্লাহ। তবে তাকে বিশ্রামে রাখা হবে যাতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে চাঙ্গা হয়ে মাঠে নামতে পারে। এজন্য বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাবে না।

মঙ্গলবার প্রথম অফিশিয়াল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মতো অবস্থায় থেকেও হেরেছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ৭২ রানে ৬ উইকেট হারালেও ৪ উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা।