দ্বিতীয় ফোল্ডেবল ফোন বাজারে আনছে শাওমি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গত বছর মিক্স ফোল্ড-এর হাত ধরে ফোল্ডেবল স্মার্টফোনের জগতে পা রেখেছিল শাওমি। আর এখন অরিজিনাল মিক্স ফোল্ড-এর উত্তরসূরি হিসেবে একটি নতুন ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি। এটি মিক্স ফোল্ড ২ নামে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। মিক্স ফোল্ড ২-এর চিপসেট এবং ডিসপ্লে সম্পর্কিত খুঁটিনাটি তথ্য সামনে এসেছে।

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্ট থেকে জানা গেছে, শাওমি মিক্স ফোল্ড ২ স্মার্টফোনটি ৮ ইঞ্চি এলটিপিও ডিসপ্লের (প্রাইমারি) সঙ্গে আসবে। এটি ২.৫কে স্ক্রিন রেজোলিউশন অফার করবে। ডিভাইসটির স্ক্রিনের যা আকার, তাতে এটি অ্যাপল আইপ্যাড মিনি (৮.৩ ইঞ্চি) ট্যাবলেটের মতো দেখতে হবে।

MIX Fold 2 স্পেসিফিকেশন

Xiaomi-এর আসন্ন MIX Fold 2 ফোল্ডেবল স্মার্টফোনে 8-ইঞ্চি LTPO ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট 2.5K হবে। এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হবে প্রায় Apple iPad Mini র সমান। আপনাদের জানিয়ে রাখি যে Apple iPad Mini তে 8.3-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছিল।

ডিসপ্লের পাশাপাশি টিপস্টার এই ফোনের চিপসেট সম্পর্কেও তথ্য শেয়ার করেছে। Xiaomi-এর এই ফোল্ডেবল ফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট দেওয়া হতে পারে। Gizmochina-এর রিপোর্টে বলা হয়েছে যে Xiaomi র এই ডিভাইসটি সম্পর্কে এই মুহূর্তে এটা স্পষ্ট নয় যে এটি MIX Fold 2, তবে স্ক্রিনের আকার দেখে এটি অনুমান করা হয়েছে। এই ডিসপ্লে সাইজ MIX Fold সিরিজ ছাড়া আর কোথাও ফিট করে না।

Xiaomi আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানি ফেব্রুয়ারিতে Redmi K50 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। Redmi-এর এই সিরিজে Redmi K50, K50 Pro, K50 Pro Plus, এবং K50 Gaming Edition স্মার্টফোনগুলি লঞ্চ হবে।

Xiaomi সম্পর্কে খবর আছে যে কোম্পানি দুটি হাই-এন্ড ক্যামেরা ফিচার যুক্ত স্মার্টফোন নিয়েও কাজ করছে। এর পাশাপাশি এটাও জানা গেছে যে কোম্পানি মিড-রেঞ্জ Redmi Note 12 সিরিজও লঞ্চ করছে। MIX Fold 2 স্মার্টফোনের পাশাপাশি, Xiaomi আরেকটি ফোল্ডেবল স্মার্টফোন, MIX Flip স্মার্টফোন নিয়েও কাজ করছে।

ভাঁজ ফোনে বড় চমক নিয়ে এলো গুগলের পিপিট

উল্লেখ্য, ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্টে শাওমি মিক্স ফোল্ড ২-এর নাম উল্লেখ করা হয়নি। তবে স্ক্রিনের যে সাইজের কথা বলা হয়েছে, সেটা শাওমির মিক্স ফোল্ড সিরিজের স্মার্টফোন ছাড়া অন্য কোনও হ্যান্ডসেটে থাকা অসম্ভব।