Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গা উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দেশটির রাজধানী নুকু আলোফার প্রায় ২১০ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। সেখানের বাসিন্দারা জানান, তারা ভূমিকম্প অনুভব করলে এতে তাদের কোন ক্ষতি হয়নি।
এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এতে পার্শ্ববর্তী উপকূলীয় বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ সামুদ্রিক ঢেউয়ের সম্ভাবনা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।