স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কোনও ক্রিকেটার। ইংল্যান্ডের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ১০০ বলের এই টুর্নামেন্টের ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশি আট ক্রিকেটার।
সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফট। আর মঙ্গলবার জানিয়ে দেওয়া হয় দল পাওয়া ক্রিকেটারদের নাম। সেই ড্রাফটে আট দলের কোনও দলই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখায়নি।